আরো উন্নতি চান বার্সেলোনা কোচ

0
49

স্পোর্টস ডেস্কঃ লা লিগা টেবিলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের তুলনায় ১১ পয়েন্টে এগিয়ে বার্সেলোনা। ২১ ম্যাচে ১৮ জয় ও ২ ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে জাভি হার্নান্দেজের দল। ৪৫ পয়েন্ট নিয়ে দুই নম্বর স্থানে আছে রিয়াল, এক ম্যাচ কম খেলেছে তারা।

পয়েন্টে এগিয়ে থাকলেও দলের খেলায় আরও উন্নতি দেখতে চান জাভি। এক সাক্ষাৎকারে বার্সা কোচ বলেন, ‘এখনও অনেক পয়েন্ট জেতার বাকি আছে। আমরা যে ফর্মে আছি তা অসাধারণ, তবে আমরা এখনও কিছু জায়গায় উন্নতি করতে পারি।’

লিগে সবশেষ ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে জিতেছে বার্সা। জানুয়ারিতে রিয়াল মাদ্রিদকে পরাজিত করেছিল ভিয়ারিয়াল। বার্সার বিপক্ষে গত রোববারের ম্যাচ হারলেও অবশ্য লড়াকু মনোভাব নিয়েই পুরো ম্যাচ খেলেছে দলটি। পুরো ৯০ মিনিটই তারা বার্সেলোনার সাথে সমান তালে পাল্লা দিয়েছে।

এই বিষয়ে জাভি বলেন, ‘ভিয়ারিয়াল বল দখলে রাখতে চেয়েছিল এবং তারা আমাদের চেপে ধরেছিল। আমরা অনেক পাস মিস করেছি এবং এজন্য শেষ পর্যন্ত আমাদের ভুগতে হয়েছে।’

চলতি আসরে এখন পর্যন্ত মাত্র ৭টি গোল হজম করেছে বার্সেলোনা, ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের মধ্যে যে কোনো দলের চেয়ে যা ৬টি কম। আগামী বৃহস্পতিবার ইউরাপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের মোকাবেলা করবে কাতালানরা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here