আর্জেন্টিনাকে আনার চেষ্টায় বাফুফে, দ্রুত স্টেডিয়ামের কাজ শেষের তাগিদ

0
131

স্পোর্টস ডেস্ক:: বাফুফে আর্জেন্টিনাকে আনার ঘোষণা দিয়েছিলো। সমালোচনার মুখে পড়ে আনুষ্ঠানিক ঘোষণার সংবাদ সম্মেলন বাতিল করলেও বিশ্ব চ্যাম্পিয়নদের ঢাকায় আনার চেষ্টা করছে ফেডারেশন। তবে সেই চেষ্টার যোগাযোগ করা হচ্ছে আড়ালে। প্রকাশ্যে আর্জেন্টিনার বাংলাদেশ সফর নিয়ে কথা বলতে চাইছেন না বাফুফের কর্মকর্তারা।

আগামি জুনেই বাংলাদেশ সফরে আসতে পারে আর্জেন্টিনা। এমন তথ্য দিয়েছেন একটি অনলাইন গণমাধ্যম। আর্জেন্টিনার ম্যাচ আয়োজনের জন্য দ্রুত বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ শেষেরও তাগিদ দেওয়া হয়েছে। স্টেডিয়ামের মালিক এনএসসিকে জুনের মধ্যেই কাজ শেষ করতে বলা হয়েছে।

তবে জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা জানিয়েছেন, জুনের মধ্যে কাজ পুরোপুরি শেষ হবে না। লাগবে না ফ্লাড লাইট, বসবে না গ্যালার কিছু চেয়ার ও ছাউনী। ফলে আর্জেন্টিনা আসলে দিনের আলোয়ই শেষ করতে হবে ম্যাচ।

মাস দু’এক আগে বাফুফে আর্জেন্টিনাকে বাংলাদেশ সফরে আনার কথা জানিয়ে ছিলো। সেজন্য ফেডারেশন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজনও করেছিলো। কিন্তুু অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ১০০ কোটির মতো ব্যয় করে আর্জেন্টিনাকে আনা নিয়ে সমালোচনা শুরু হলে ফেডারেশন সংবাদ সম্মেলন বাতিল করে।

তবে জানা গেছে, ভেতরে ভেতরে ফেডারেশন আর্জেন্টিনার সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। প্রীতি ম্যাচ আয়োজনের আগেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের কাজ শেষ করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এনএসসিকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেজন্য এনএসসির কর্মকর্তারা সোমবার বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শন করেছেন।

এনএসসির র পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) শামসুল আলমের সঙ্গে পরিদর্শনে ছিলেন ক্রীড়া পরিষদের উর্ধ্বতন কর্মকর্তারা। বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগও তাদের সঙ্গী ছিলেন।

আর্জেন্টিনা যদি আসে, তাহলে জুনের আগে কাজ শেষ হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শামসুল আলম বলেন, ‘সেটাতো আমরা বলতে পারবো না। আমাদের পক্ষ থেকে যতটা কাজ করা সম্ভব ততটাই করা হবে। আমরা বড় কয়েকটি কাজ জুনের মধ্যে শেষ করতে পারবো না। সেটা সম্ভবও নয়। যেমন ফ্লাডলাইট স্থাপন, পুরো গ্যালারিতে শেড এবং চেয়ার বসানো। কারণ এ কাজগুলোর এখনো দরপত্রই হয়নি।”

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here