নিজস্ব প্রতিবেদক:: শঙ্কা মাথায় নিয়ে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। টেস্ট খেলুড়ে সবগুলো দেশের সাথেই প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশ। এমনকি আফগানিস্তানের মতো দলও প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামার আগে তাই হারের শঙ্কাই থাকছে টাইগারদের।
তাছাড়া টেস্ট শুরুর আগের দিন অফিসিয়াল সংবাদ সম্মেলনে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বেশ প্রশংসা করেছেন আয়ারল্যান্ডের। জানিয়েছেন, সমীহের কথা। জয়ের জন্যই তারা মাঠে নামবেন সেটাও জানিয়েছেন এই অলরাউন্ডার।
প্রায় পাঁচ বছর পর আবারো টেস্ট খেলতে নামছে আয়ারল্যান্ড। ২০১৮ সালে টেস্ট মর্যাদা পাওয়া দলটি পরের বছর জুলাইয়ে খেলেছিলো সব শেষ টেস্ট। এখন পর্যন্ত তিন টেস্ট খেলেছে আইরিশরা। ইংল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তানের সাথে একটি করে ম্যাচ খেলেছে দলটি।
আয়ারল্যান্ড প্রসঙ্গে এক নম্বর দল যা, দশ নম্বর দলও তা জানিয়ে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট আন্তর্জাতিক খেলাই। এক নম্বর দলের সঙ্গে খেললে একই রকম অনুভূতি কাজ করে, দশ নম্বর দলের বিপক্ষে খেললেও একই রকম অনুভূতি কাজ করে আমাদের।’
আয়ারল্যান্ডকে নিয়ে অনেক সিরিয়াস জানিয়ে মিরাজ বলেন, ‘আমরা তো সবাই অনেক সিরিয়াস। ম্যাচ যখন খেলে আপনি কিন্তুু দেখবেন না ভারতের সঙ্গে খেললে অনেক সিরিয়া থাকে আর আয়ারল্যান্ডের সঙ্গে খেললে ফোকাস কম থাকে, এরকম কিন্তুু না। আপনার ফোকাস একই রকম থাকে। হয়তো আত্মবিশ্বাস অনেক বেশি করে অনেক সময়, অনেক সময় কম কাজ করে। সব সময় একই রকম বিশ্বাস থাকে না।’
ছোট দলকের সঙ্গে ম্যাচে বেশি ফোকাস তাকে জানিয়ে মিরাজ বলেন, ‘আমার কাছে মনে হয় বড় দলের চেয়ে ছোট দলের সঙ্গে বেশি ফোকাস থাকে। ফোকাসটা থাকে এজন্য …. আমাদের ব্যাক অব দ্য মাইন্ডে হার-জিত তো থাকই। ভারতের সঙ্গে ‘রেকর্ড’ করলে ১০০ ‘রেকর্ড’ থাকবে, আয়ারল্যান্ডের সঙ্গে করলেও ১০০-ই থাকবে। ’
মিরপুরের হোম অব ক্রিকেটে দুই দলের প্রথম টেস্টটি শুরু হবে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায়। এই সফরে আইরিশরা তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলেছে। দুই সিরিজেই জিতেছে স্বাগতিক বাংলাদেশ। সফরের একমাত্র টেস্ট খেলেই ঢাকা ত্যাগ করবে অতিথি দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post