স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ চলাকালীন সময়ে গলফ খেলতে গিয়ে আহত হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। যার কারণে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে দলে পাচ্ছে না অস্ট্রেলিয়া। বুধবার অজি কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ৪ নভেম্বর আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। এই ম্যাচের আগে কয়েকদিনের লম্বা বিরতি পেয়েছিল অজিরা। বিরতিতে অজি দলের অনেকেই গলফ খেলতে গিয়েছিলেন। খেলা শেষ করে ফেরার জন্য অন্য সবার মতো গলফ কোর্টের গাড়িতে উঠেছিলেন ম্যাক্সওয়েল। সেখানে পড়ে মাথায় আঘাত পেয়েছেন তিনি।
ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন ম্যাক্সওয়েল। নেদারল্যান্ডসের বিপক্ষে মাত্র ৪০ বলে তুলে নিয়েছেন শতক। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম ও একদিনের ক্রিকেটে চতুর্থ দ্রুততম সেঞ্চুরির রেকর্ড যেটি। গলফ খেলতে গিয়ে পাওয়া আঘাতের জেরে তাকে মাঠের বাইরে যেতে হলো এবার। জানা গেছে কনকাশনের নতুন নিয়ম অনুযায়ী আগামী ৬ থেকে ৮ দিন বিশ্রামে থাকতে হবে তাকে। সেক্ষেত্রে ৭ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০