স্পোর্টস ডেস্কঃ আগামী ২৬ আগস্ট শুরু হবে ইউএস ওপেন। বছরের শেষ গ্র্যান্ড স্লামটিতে খেলবেন না রাফায়েল নাদাল। এই বিষয়ে আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন তিনি। চলতি বছর এই নিয়ে তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম থেকে নিজেকে সরিয়ে নিলেন স্প্যানিশ তারকা।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নাদাল লিখেন, ‘আপনাদের জানাচ্ছি, এ বছর ইউএস ওপেন আমি অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আর্থার অ্যাশের ওই সব রোমাঞ্চকর এবং বিশেষ রাতগুলো মিস করব। তবে আমার মনে হয় না এবার আমি নিজের শতভাগ দিয়ে খেলতে পারব। আমি বিশেষভাবে যুক্তরাষ্ট্রের ভক্তদের ধন্যবাদ জানাই। আপনাদের মিস করব, অন্য সময়ে আবার দেখা হবে।’
এর আগে নাদাল ইঙ্গিত দিয়েছিলেন এই বছরের শেষে টেনিসকে বিদায় বলবেন তিনি। চলতি বছর এর আগে তিনি অস্ট্রেলিয়ান ওপেন থেকে নিজেকে সরিয়ে নেন চোটের কারণে। অলিম্পিকসে মনোযোগ দিতে খেলেননি উইম্বলডনে। মাঝে ফরাসি ওপেনে প্রথম রাউন্ড থেকে বিদায় নেন। এদিকে নাদাল তাঁর গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারে সবচেয়ে বেশি ১৪টি ট্রফি জিতেছেন ফ্রেঞ্চ ওপেনে। দ্বিতীয় সর্বোচ্চ চার ট্রফি ইউএস ওপেনে, যার সর্বশেষটি ২০১৯ সালে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০