ইউক্রেনের দ্বিতীয় ফুটবলার হিসেবে চেলসির জার্সি গায়ে মুদ্রিক

0
51

স্পোর্টস ডেস্কঃ ইউক্রেনের মিখাইলো মুদ্রিককে ৮৯ মিলিয়ন পাউন্ডে দলে নেয় চেলসি। ২২ বছর বয়সী বাঁ-পায়ের এই ফরোয়ার্ডের প্রিমিয়ার লিগ অভিষেক হলো শনিবার রাতে, লিভারপুলের বিপক্ষে। সাড়ে ৮ বছরের চুক্তিতে মুদ্রিককে দলে নেয় চেলসি।

এর আগে গত রোববার রাতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-০ গোলে জয়ী ম্যাচের মাঝবিরতিতে দর্শকদের সামনে মুদ্রিককে নতুন খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল চেলসি। ক্লাব প্রাঙ্গণে আরেকটি সম্ভাবনায়ী মুখ দেখে দর্শকরাও করতালিতে অভিবাদন জানান। গতরাতে ব্লুজদের জার্সিতে প্রথমবার মাঠে নামলেন এই ফরোয়ার্ড। অলরেডদের বিপক্ষে ম্যাচের ৫৫তম মিনিটে মাঠে নামেন মুদ্রিক।

মুদ্রিকের অভিষেক ম্যাচে জয় পায় নি চেলসি। লিভারপুলের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তারা। চেলসি একটি ড্র ও দুটি হারের পর গত ম্যাচে জয়ের দেখা পেয়েছিল। এবার আবারও হারাল পয়েন্ট। এ ড্র’য়ে ১৯ ম্যাচে সমান ৮টি করে জয় ও ৫টি করে ড্র নিয়ে লিভারপুল-চেলসির পয়েন্ট সমান ২৯।

গোল ব্যবধানে এগিয়ে আট নম্বরে লিভারপুল ও ১০ নম্বরে চেলসি। তাদের মাঝে আছে ব্রেন্টফোর্ড। ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। এক ম্যাচ বেশি খেলে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।

প্রসঙ্গত, ইউক্রেনের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে চেলসিতে খেলছেন মুদ্রিক। ২০০৬ সালে প্রথম ইউক্রেনিয়ান ফুটবলার হিসেবে লন্ডনের ক্লাবটিতে যোগ দিয়েছিলেন সাবেক তারকা ফরোয়ার্ড আন্দ্রে শেভচেঙ্কো।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here