স্পোর্টস ডেস্কঃ ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) পরপর দুই দিন দুই সেঞ্চুরি হলো। ডেজার্ট ভাইপার্সের অ্যালেক্স হেলসের পর এবার সেঞ্চুরি করলেন শারজাহ ওয়ারিয়র্সের টিম কোহলার ক্যাডমোর। ম্যাচসেরাও হয়েছেন তিনি।
ক্যাডমোরের সেঞ্চুরিতে ভর করে দুবাই ক্যাপিটালসকে উড়িয়ে দিয়েছে শারজাহ ওয়ারিয়র্স। আগে ব্যাট করে ৪ উইকেটে ১৭৭ রান করে দুবাই। রান তাড়া করতে নেমে মাত্র ১৪.৪ ওভারে ৮ উইকেটে জয় লাভ করে শারজাহ।
ক্যাডমোর ৪৭ বলে ১০৬ রানের বিস্ফোরক ইনিংস খেলে অপরাজিত ছিলেন। ১০টি চার ও ৬টি ছয়ে সাজানো ছিল তার সেই ইনিংস। সেঞ্চুরি করেন মাত্র ৪৬ বলে। এরপরেই ছয় মেরে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই ইংলিশ ব্যাটার। তার সঙ্গে ১৭ বলে ২৯ রান নিয়ে অপরাজিত ছিলেন জো ডেনলি।
দুবাইয়ের হয়ে দুই উইকেট নেন আকিফ রেজা।
এর আগে জো রুটের ৫৪ বলে ৮টি চার ও ১টি ছয়ের মারে ৮০ রানের ইনিংসে ভর করে ১৭৭ রানের পুঁজি পায় দুবাই।এছাড়া অধিনায়ক রোভম্যান পাওয়েল ২৭ বলে ৪৪ ও লরেন্স করেন ২৮ বলে ৩৪ রান।
শারজাহর হয়ে ২টি করে উইকেট নেন ক্রিস ওকস ও নাভিন উল হক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা