স্পোর্টস ডেস্কঃ ইউরোপা লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। ড্র’তে ইতালিয়ান ক্লাব রোমা পেয়েছে ব্রাইটনকে। টুর্নামেন্টের গত মৌসুমের ফাইনালে সেভিয়ার কাছে হেরেছিল তারা। এ মৌসুমের অপরাজিত দল কোচ জাভি আলোনসোর বেয়ার লেভারকুজেনের প্রতিপক্ষ আজারবাইজানের কারাবাগ।
এদিকে ২০২২ ইউরোপা লিগের রানার-আপ রেঞ্জার্স পেয়েছে পতুর্গালের বেনফিকাকে। ১৯৬২ সালের পর এ টুর্নামেন্টে আর শিরোপা জেতেনি স্কটিশ ক্লাব রেঞ্জার্স। অন্যদিকে সহজ প্রতিপক্ষই পেয়েছে লিভারপুল। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ স্পার্তা প্রাহা। শেষ ষোলোতে সহজ প্রতিপক্ষ পেয়েছে ইতালির দল এসি মিলানও। তাদের প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রেরই আরেক ক্লাব স্লাভিয়া প্রাহা।
ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগ হবে ৭ মার্চ, দ্বিতীয় লেগ হবে ১৪ মার্চ।
ইউরোপা লিগ শেষ ষোলো ড্র:
স্পার্তা প্রাহা-লিভারপুল
মার্শেই-ভিয়ারিয়াল
রোমা-ব্রাইটন
বেনফিকা-রেঞ্জার্স
ফ্রেইবুর্গ-ওয়েস্ট হাম
স্পোর্টিং লিসবন-আতালান্তা
এসি মিলান-স্লাভিয়া প্রাহা
কারাবাগ-বেয়ার লেভারকুজেন
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
 
			 
                                






























Discussion about this post