স্পোর্টস ডেস্কঃ আগামী ইউরোর জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেস। দলে ৩৯ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো ছাড়াও আছেন দেশটির সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় পেপে। মঙ্গলবার ঘোষিত দলে রেকর্ড ষষ্ঠ ইউরোতে খেলতে যাচ্ছেন রোনালদো।
৩৯ বছর বয়সী রোনালদো ১৪ গোল করে ইউরোর রেকর্ড গোলদাতা এবং খেলেছেনও সর্বোচ্চ ২৫ ম্যাচ। এবার সেই সংখ্যাগুলো আরও বাড়িয়ে নেওয়ার পালা। রোনালদো সবশেষ মৌসুমে আল নাসরের হয়ে লিগ শিরোপা জিততে ব্যর্থ হলেও ৩৩ গোল ও ১১ অ্যাসিস্টে সৌদি প্রো লিগে সবার ওপরে রয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে ৪২ গোল তার।
২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল এবারের আসরে আগামী ১৮ জুন খেলবে প্রথম ম্যাচ, চেক রিপাবলিকের বিপক্ষে। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ তুরস্ক ও টুর্নামেন্টটিতে প্রথমবারের মতো সুযোগ পাওয়া জর্জিয়া।
পর্তুগালের ইউরোর স্কোয়াড:
ডিওগো কস্তা, সা, প্যাট্রিসিও; অ্যান্তনিও সিলভা, দানিলো পেরেইরা, দালোত, ইনাসিও, কানসেলো, নেলসন সেমেদো, নুনো মেন্দেস, পেপে, রুবেন দিয়াস; ব্রুনো ফের্নান্দেস, জোয়াও নেভেস, পালহিনহা, ওতাভিও, রুবেন নেভেস, ভিতিনহা; বার্নার্ডো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো, ডিওগো জোতা, কানসেইসাও, গনসালো রামোস, জোয়াও ফেলিক্স, পেদ্রো নেতো, লিয়াও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post