নিজস্ব প্রতিবেদকঃ বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৪ উইকেটের জয় তুলে নিয়ে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে সাকিব আল হাসানের দল। রোববার সফরকারীদের দেয়া ১১৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ৭ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
ম্যাচে বল হাতে মাত্র ১২ রান খরচায় ৪ ইংলিশ ব্যাটারকে সাজঘরে পাঠান স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিংয়ের পর ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ২০ রান তুলে দলের ঐতিহাসিক জয়ে অবদান রাখেন তিনি। তাই ম্যাচসেরার পুরষ্কার উঠেছে মিরাজের হাতে।
রান তাড়ায় ৩ চারে ৪৭ বলে ৪৬ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। মিরাজ করেছেন ১৬ বলে ২০ রান। তাঁর ইনিংসে ছিল ২ ছক্কা। ২ চারে ১৮ বলে ১৭ রান করেন তৌহিদ হৃদয়।
জয়ের জন্য শেষ ১২ বলে বাংলাদেশের প্রয়োজন ১৩ রান। ১৯তম ওভারে বোলিংয়ে আসা ক্রিস জর্ডানকে বাউন্ডারি হাঁকিয়ে চাপ কমান শান্ত। পরের বলে তিনি ২ রান নিলে জয়ের খুব কাছে চলে যায় টাইগাররা। শেষ ৯ বলে ৬ রানের প্রয়োজন দাঁড়ায় স্বাগতিকদের। সেখানে জর্ডানকে ৪ হাঁকিয়ে দলকে জয়ের খুব কাছে নিয়ে যান তাসকিন।
ওভারের পঞ্চম বলে ২ রান প্রয়োজন হলে আরও একটি বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশের আরও একটি ইতিহাস লেখেন তাসকিন। ৩ বলে ৮ রানে অপরাজিত থাকেন তিনি। বল হাতে ক্যারিয়ার সেরা বোলিং ও ব্যাট হাতে ২০ রান করায় ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন মিরাজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post