স্পোর্টস ডেস্ক:: মিরপুরের কালো মাটির জাদুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে রীতিমতো ইতিহাসের পাতায়। ওয়ানডে ক্রিকেটের পাঁচ দশকের বেশি সময়ের ইতিহাসে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজ পুরো ৫০ ওভার বল করিয়েছে স্পিনারদের দিয়ে। ঐতাহিসক ভাবে পেসারদের জন্য বিখ্যাত ক্যারিবিয়ানরা কখনোই শুধু স্পিনারদের দিয়ে বলা করায়নি। ব্যতিক্রম আছে আরো।
বাংরাদেশের মাঠেও স্পিনে সর্বোচ্চ বোলিংয়ের ম্যাচ হলো এটি। সেই ম্যাচেই বাংলাদেশ হারলো সুপার ওভারে। আগে ব্যাট করে ২১৩ রান করে টাইগাররা। প্রতিপক্ষকেও পারেনি ২১৩’র আগে আটকাতে। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। ক্যারিবিয়ানরা ১০ রান তুলে শেষ করে সুপার ওভার।
ছয় বলে ১১ রান টপকাতে যাওয়া বাংলাদেশ শুন্য বলেই পায় ৪ রান। ছয় বলের সমীকরণ মেলাতে পারেনি। ১ রানে হার নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা আনলো সফরকারী ওয়েস্ট ইন্ডিজ্
বিস্তারিত আসছে..
































