স্পোর্টস ডেস্ক:: এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ইর্মাজিং এশিয়া কাপের সূচি ও গ্রুপ প্রকাশ করেছে। ওমানের মাসকাটে আগামি ১৮ অক্টেবার শুরু টুর্নামেন্টটির ফাইনাল হবে ২৭ অক্টোবর। দুই গ্রুপে আট দল অংশ নিচ্ছে ছেলেদের এই ইর্মাজিং এশিয়া কাপে।
বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। গ্রুপ সঙ্গী শ্রীলঙ্কান, আফগানিস্তান ও হংকং। ‘বি’ গ্রুপে থাকা ভারতের প্রতিপক্ষ পাকিস্তান, সংযুক্ত আরব-আমিরাত এবং ওমান। মাসকটে ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে গড়াবে আসর।
এসিসি এবার টুর্নামেন্টটি টি-২০ ফরম্যাটে আয়োজন করছে। ১৮ অক্টোবর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। স্থানীয় সময় দুপুর একটায় ম্যাচটি শুরু হবে। টাইগার্স যুবারা দ্বিতীয় ম্যাচ খেলবে ২০ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে ২২ অক্টোবর।
দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ চার দল খেলবে সেমিফাইনাল। ২৫ অক্টোবর গড়াবে সেমির লড়াই। ২৭ অক্টোবর ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের। সবশেষ আসরে ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০