ইয়ামালের ঐতিহাসিক গোলের জন্য আনন্দিত বার্সেলোনা কোচ

0
45

স্পোর্টস ডেস্কঃ গ্রানাডার মাঠে আতিথ্য নিতে যেয়ে হারের শঙ্কায় পড়ে বার্সেলোনা। প্রথমার্ধেই জোড়া গোল হজম করে তারা। তবে দলের ত্রাতা হয়ে আসেন লামিন ইয়ামাল-সার্জিও রবার্তো। দুই অর্ধের শেষ ভাগে গোল করে হার এড়ান তারা।

তুলনামূলক কম শক্তির দল গ্রানাডার বিপক্ষে ম্যাচ শুরুর ১৭ সেকেন্ডেই গোল খেয়ে বসে বর্তমান লা লিগার চ্যাম্পিয়ন বার্সা। ব্রায়ান জারাগোজা গ্রানাডাকে লিড এনে দেন। এই জারাগোজাই দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন। জারাগোজা তার দ্বিতীয় গোলটি করেন ম্যাচের ২৯ মিনিটে।

তবে হাল ছাড়ার পাত্র নয় বার্সেলোনা। প্রথমার্ধে যোগ করা সময়ে গোল করে ব্যবধান কমান লামিন ইয়ামাল। আর এই গোল করে লা লিগায় একটি রেকর্ড গড়েন স্প্যানিশ এই উঠতি তারকা। লা লিগার ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ডটা এখন তাঁর। গ্রানাডার বিপক্ষে গোল করার দিন তার বয়স ছিল ১৬ বছর ৮৭ দিন।

গত এপ্রিলে রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নেমে বার্সার ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের তালিকায় নাম লেখায় ইয়ামাল। এরপর গত আগস্টে গাভিকে দিয়ে গোল করিয়ে লা লিগায় সবচেয়ে কম বয়সে ‘অ্যাসিস্ট’ করা খেলোয়াড় হয়েছেন তিনি। ১৬ বছর ৪৫ দিন বয়সী ইয়ামাল পেছনে ফেলেন সতীর্থ আনসু ফাতির রেকর্ড।

এদিকে গ্রানাডা ম্যাচ শেষে ইয়ামালের ঐতিহাসিক গোলটি নিয়ে বলেছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। তিনি বলেন, ‘আমি তাঁর (লামিন ইয়ামাল) ঐতিহাসিক গোলটির জন্য আনন্দিত। এটা আমাদের অনেক উপকার করেছে। আজ সে খুবই গুরুত্বপূর্ণ একটি গোল করেছে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here