স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ‘এ’ দলের জার্সিতে প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন জাকের আলী অনিক। শুক্রবার ইসলামাবাদে পাকিস্তান শাহিনসের বিপক্ষে ১৭২ রানের দারুণ এক ইনিংস খেলেছেন জাতীয় দলের এই ক্রিকেটার। তাতে স্বাগতিক পাকিস্তান শাহিনসের বিপক্ষে এনামুল হক বিজয়-সাইফ হাসানদের দ্বিতীয় চারদিনের ম্যাচ ড্র হয়েছে। এর আগে একই ভেন্যুতে সিরিজের প্রথম চারদিনের ম্যাচও ড্র হয়।
১৩৬ রান নিয়ে শুক্রবার খেলতে নামা জাকেরের চমৎকার ইনিংসটি থামে ১৭২ রানে। ৫ ছক্কার সঙ্গে ১৭ চার মারেন তিনি। প্রথম শ্রেণিতে তার আগের সেরা ছিল অপরাজিত ১৩৮। এদিকে দ্বিতীয় চারদিনের ম্যাচে আগে ব্যাটিং করে জাকেরের ১৭২ এবং সাইফ হাসানের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৪০৪ রান তোলে বাংলাদেশ। চতুর্থ দিনে ব্যাট করতে নেমে আলী জারিয়াবের সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৮১ রান তুলেছে স্বাগতিকরা। যার ফলে শেষ পর্যন্ত ড্র হয়েছে দ্বিতীয় চারদিনের ম্যাচ।
জাকের ও সাইফের সেঞ্চুরিতেই মূলত বড় সংগ্রহের দেখা পেয়েছে বাংলাদেশ। ১৬৫ বলে ১১১ রান করেন সাইফ। তৃতীয় দিন শেষে জাকের অপরাজিত ছিলেন ১৩৬ রানে। আজ শেষ দিনে আরও ৩৬ রান করেছেন এই উইকেটকিপার–ব্যাটার। ১৭২ রান করে পাকিস্তান স্পিনার আবরার আহমেদের বলে বোল্ড হন জাকের। আবরার নিয়েছেন ৪ উইকেট। জাতীয় দলের থাকা এই ক্রিকেটারকে পাকিস্তান শাহিনসের হয়ে ম্যাচ খেলতে পাঠিয়েছিল পিসিবি। এদিকে বাংলাদেশের বড় সংগ্রহের জবাবে ব্যাটিং করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় পাকিস্তান। তাসকিন আহমেদের দারুণ এক ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়েছেন ইমাম উল হক।
স্বাগতিকরা দ্বিতীয় উইকেটে ৬০ রানের জুটি পায়া। আলী জারিয়াব ও কামরান গুলামের জুটি ভাঙেন তানজিম সাকিব। তরুণ এই পেসারের বলে বোল্ড হয়ে ফেরেন ৩৪ রান করা পাকিস্তান অধিনায়ক। কামরান ফেরার পর সাদ খানকে সঙ্গে নিয়ে পাকিস্তানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন জারিয়াব। ৩৭ রান করা সাদের বিদায়ে ভাঙে তাদের জুটি। শাহাদাত হোসেন দিপুর হাতে ক্যাচ বানিয়ে সাদকে ফেরার পেসার রুয়েল আহমেদ। জারিয়াব ফিরেছেন ১১৭ রানের ইনিংস খেলে। এরপর শারুণ সিরাজ অপরাজিত ৫৩ ও কাসিম আকরাম ৩৬ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন তাসকিন, রুয়েল, তানজিম সাকিব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০