স্পোর্টস ডেস্কঃ উইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী ডিসেম্বরের শুরুতেই ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংলিশরা। চলতি ভারত বিশ্বকাপে ব্যর্থতায় দল থেকে বাদ পড়েছেন একাধিক তারকা ক্রিকেটার।
উইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে দলে নেই জনি বেয়ারস্টো-দাভিদ মালান-বেন স্টোকস-মঈন আলীর মত ক্রিকেটাররা। বিশ্বকাপ ব্যর্থতায় তাদের বাদ দেওয়া হয়েছে দল থেকে। অভিষেকের অপেক্ষায় থাকা তিন ক্রিকেটাররা ডাকা হয়েছে ওয়ানডে দলে। জশ টাং, অলি পোপ ও জন টার্নার আছে ইংল্যান্ড দলে।
বিশ্বকাপ দল থেকে মাত্র ৬ জনকে রাখা হয়েছে ইংল্যান্ডের উইন্ডিজ সফরের দলে। অধিনায়ক হিসেবে থাকছেন বিশ্বকাপে চরম ব্যর্থ জস বাটলার। গাস অ্যাটকিনসন-হ্যারি ব্রুক-সাম কারান-লিয়াম লিভিংস্টোনরা আছেন ক্যারিবিয়ার সফরে। ডিসেম্বরের শুরুতে ওয়ানডে খেলবে উইন্ডিজ ও ইংল্যান্ড। এরপর মাঠে গড়াবে দু’দলের টি-টোয়েন্টি সিরিজ।
বিশ্বকাপ দলে থাকা তিন পেসার- মার্ক উড, রিস টপলি ও ক্রিস ওকসও নেই ইংল্যান্ড ওয়ানডে দলে। তবে ওয়ানডেতে না রাখা হলেও ইংলিশদের টি-টোয়েন্টি দলে আছেন মঈন আলী, ক্রিস ওকসরা। উইন্ডিজ-ইংল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৩ ডিসেম্বর। এরপর দু’দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে। চলতি মাসের শেষদিকে ক্যারিবিয়ান দ্বীপে পাড়ি জমানোর কথা রয়েছে ভারত বিশ্বকাপে চরম ব্যর্থ দল- ইংল্যান্ডের।
উইন্ডিজ সফরে ইংল্যান্ডের ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রাওলি, স্যাম কুরান, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, অলি পোপ, ফিল সল্ট, জশ টাং ও জন টার্নার
উইন্ডিজ সফরে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মঈন আলী, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, স্যাম কুরান, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, টাইমাল মিলস, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টং, রিস টপলে, জন টার্নার ও ক্রিস ওকস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক।১১০
Discussion about this post