স্পোর্টস ডেস্কঃ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন উরুগুয়ের সঙ্গে খেলবে ব্রাজিল। দরিভাল জুনিয়রের শিষ্যদের সেই ম্যাচে বড় পরীক্ষা দিতে হবে। তার আগে শিষ্যদের উদ্দেশে বার্তা দিয়েছেন কোচ দরিভাল। ব্রাজিলকে দলের তারকা ফুটবলারদের ছাড়া খেলতে শেখার তাগিদ দিয়েছেন তিনি।
দরিভাল বলেন, ‘এটি একটি প্রক্রিয়া। কেউ ধাপগুলো এড়িয়ে যেতে পারে না। আপনি ‘বি’ তে না গিয়ে ‘এ’ থেকে ‘এফ’ পর্যন্ত যেতে পারবেন না। কোস্টারিকার মতো ম্যাচ হবে, প্যারাগুয়ের মতো ভালো মুহূর্ত (৪-১ ব্যবধানে জয়) আসবে, কলম্বিয়ার বিপক্ষে খুব একটা ভালো হয়নি। আমি আশা করি, দল মৌলিক কাজগুলোতে উন্নতি চালিয়ে যাবে… আমাদের ভুল, সাফল্য এবং ঘাটতির জায়গাগুলো দেখাবে ফলাফল।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
 
			 
                                
































Discussion about this post