স্পোর্টস ডেস্কঃ আইপিএলের ১৬তম আসরের প্রথম ম্যাচে মাঠে নেমেছে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স। শুক্রবার আগে ব্যাট করে ঋতুরাজ গায়কোয়াড়ের ফিফটিতে বড় সংগ্রহ পেয়েছে চেন্নাই। আহমেদাবাদে টস হেরে আগে ব্যাট করে ১৭৮ রান করে মাহেন্দ্র সিং ধোনির দল। ৯২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন ঋতুরাজ।
টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের। ডেভন কনওয়ে ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে সাজঘরে ফিরেন মোহাম্মদ শামির দুর্দান্ত এক ডেলিভারিতে। ৬ রান করা কনওয়েকে আইপিএল ক্যারিয়ারে উইকেটের সেঞ্চুরি পেয়েছেন স্পর্শ করেন শামি। ৯৯ উইকেট নিয়ে এবারের আইপিএল শুরু করেন ডানহাতি এই পেসার।
মঈন আলী সাজঘরে ফেরার আগে ১৭ বল খেলে নামের পাশে যোগ করেছেন ২৩ রান। তবে সুবিধা করতে পারেননি বেন স্টোকস। এই অলরাউন্ডার ৬ বল খেলে এক বাউন্ডারিতে ৭ রানের বেশি করেত পারেননি। আম্বাতি রায়ডু থেমেছেন ১২ রানে। এক প্রান্ত আগলে রেখে এদিন ব্যাটিং করেছেন ঋতুরাজ।
ঋতুরাজ মাত্র ২৩ বলে স্পর্শ করেন ফিফটি। দুর্দান্ত ব্যাটিং করা এই ওপেনার সাজঘরে ফিরেছেন সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে থাকতে। ৫০ বলে ৯২ রান এসেছে তার ব্যাট থেকে। ৯ ছক্কা ও ৪ চারে এই ইনিংস সাজান তিনি। রবীন্দ্র জাদেজা-শিবম দুবে ইনিংস বড় করতে পারেন নি। দুজনই দ্রুত সাজঘরে ফেরেন।
শেষদিকে অধিনায়ক ধোনির ১৪ রানের ইনিংসের সুবাদে ১৭৮ রান তোলে চেন্নাই। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন তিনি। ৩ বলে ১ রান করেন মিচেল স্যান্টনার। গুজরাটের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন রশিদ খান। ৪ ওভারে মাত্র ২৬ রান খরচায় ২ উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার। ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি ও আলজারি জোসেফ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post