নিজস্ব প্রতিবেদকঃ সিলেট জেলা স্টেডিয়ামে চলছে বাংলাদেশ ও সিশেলসের মধ্যকার দুই ম্যাচ সিরিজের শেষ ম্যাচ। আর সেখানে প্রথমার্ধ শেষে ম্যাচের ফলাফল গোল শূন্য। ম্যাচে তুলনামূলক দাপট দেখিয়েছে বাংলাদশ। তবে একাধিক সুযোগ মিসে থেকেছে গোলবঞ্চিত। দুই দল তাই সমতায় থেকে মাঠ ছেড়েছে।
একাদশে দুই পরিবর্তন নিয়ে এদিন মাঠে নামে বাংলাদেশ। ছিলেন না অধিনায়ক জামাল ভূঁইয়া ও আমিনুর রহমান সজিব। তাদের পরিবর্তে আসেন রবিউল হাসান ও সুমন রেজা। দুই পরিবর্তনের একাদশে শুরু থেকেই আক্রমণাত্বক ছিল দল।
সিশেলসকে সুযোগ দিচ্ছিল না একেবারেই। তবে নিজেরাও কিছুতেই গোল পাচ্ছিল না। বেশ কিছু সহজ সুযোগ মিস হয়। রাকিব সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি। ২৭তম মিনিটে রবিউল গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি।
ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে তপু বর্মণকে হতাশায় ডুবান সিশেলসের গোলরক্ষক। এর বাইরেও ছোট ছোট আক্রমণ ছিল আরও। অপরদিকে সিশেলসের পক্ষ তেমন বলার মতো কোনো আক্রমণ ছিল না। শেষ দিকে এসে কিছুটা ভয় ধরিয়েছে দলটি। তবে শেষ পর্যন্ত আর গোল হয়নি। ম্যাড়ম্যাড়েভাবেই প্রথমার্ধের সমাপ্তি হয়েছে।
ম্যাচের মাঝপথে চোট পেয়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার রিমন হোসেইন। তার জায়গায় আলমগীর মোল্লা সুযোগ পেয়েছেন। সুযোগ পেয়ে বেশ ভালোই খেলছেন প্রথমার্ধের বাকিটা সময়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা