স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার কয়েকটি সুযোগ মিস হয়েছে তাসকিন আহমেদের। একাধিকবার তাকে ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলেও, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনুমতি দেয়নি। কিছুদিন আগে হয়ে যাওয়া আইপিএলের মিনি নিলামেও দল পাওয়ার সম্ভাবনা ছিল তাসকিনের।
তবে নিলামে নামই উঠেনি ডানহাতি পেসারের। মূলত বিসিবি জানিয়ে দিয়েছিল, এই পেসার এবারের আসরে খেলতে পারবেন না। জাতীয় দলের ব্যস্ততা ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাকে ছাড়া হবে না। তাই নিলামের আগেই নাম তুলে নেন তাসকিন। তার সাথে তুলে নেন শরিফুল ইসলামও।
টানা তিন আইপিএলে দলে পেয়ে খেলার ভালো সুযোগ ছিল তাসকিনের। তবে টাকার ঝনঝনানি ও তারকা খ্যাতির সেই লিগে খেলতে পারছেন না দেশের অন্যতম সেরা পেসার। যার জন্য তাসকিনের কন্ঠে ফুটে উঠলো আক্ষেপ। এতবার খেলার সুযোগ মিস হওয়ায়, ক্রিকেটার হিসেবে খারাপই লাগছে তার। দুনিয়ার সেরা ক্রিকেটাররা যেখানে খেলতে মুখিয়ে থাকেন, সেখানে তিনি খেলতে পারছেন না।
গণমাধ্যমকে এই নিয়ে তাসকিন বলেন, ‘এই নিয়ে তিন বার সুযোগ এলো (আইপিএলে খেলার)। এবারও মিস হলো। একটু খারাপ লাগেই। একজন খেলোয়াড় হিসেবে সবারই ইচ্ছে সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার। শুধু আইপিএল না, বিভিন্ন লিগ থেকেই অফার আসে।’
বোর্ড কেন দিতে চায় না সেই কারণও ব্যাখ্যা করেছেন তাসকিন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘বোর্ড আসলে ছাড়পত্র দিতে চায় না বিভিন্ন কারণে। খেলাও থাকে, স্বাস্থ্যের বিষয় আছে। এবারও বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে বিবেচনা করবে। কিন্তু অবশ্যই ভালো লাগে না এরকম ফ্র্যাঞ্চাইজিগুলো মিস করতে। সবারই খেলার ইচ্ছে, আমারও। একই রকম আশা নিয়ে আছি যে ভবিষ্যতে আবার হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

































Discussion about this post