এক ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন দুই ‘খান’, প্রথম জয় চট্টগ্রামের

0
65

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সোমবার খুলনা টাইগার্সের বিপক্ষে ৯ উইকেটের জয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন উসমান খান। এর আগে প্রথম ইনিংসে খুলনার পাকিস্তানি ব্যাটার আজম খানও হাঁকান সেঞ্চুরি। দুই পাকিস্তানি ব্যাটারের সেঞ্চুরির ম্যাচটিতে শেষ হাসি হেসেছে শুভাগত হোমের চট্টগ্রাম। আসরে এটি তাদের প্রথম জয়। অন্যদিকে খুলনা দুই ম্যাচ খেলেও জয়ের মুখ দেখে নি।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ষষ্ঠ ম্যাচে আগে ব্যাট করে আজমের সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান করে খুলনা। জবাবে ৪ বল ও ৯ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম।মাত্র ৫৮ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১০৩ রানের ইনিংস খেলেন উসমান। ম্যাক্স ও’ডাউডের সঙ্গে তার উদ্বোধনী জুটিতেই আসে ১৪১ রান। ৫০ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৮ রান করেন ডাচ ওপেনার ও’ডাউড। উসমান অপরাজিত থাকেন ১০৩ রানে।

এর আগে প্রথমে ব্যাটিং করা খুলনা এদিন আরও বড় স্কোরই গড়তে পারত। তবে এক আজম ছাড়া খুলনার বাকি সব ব্যাটসম্যানই মাঠে সংগ্রাম করেছেন। দলটির তারকা ক্রিকেটার এবং ওপেনার তামিম ইকবাল তো ৪০ রান করতে খেলেছেন ৩৭ বল। এরমধ্যে দুইবার জীবনও পেয়েছেন এই ব্যাটসম্যান।

ইনিংসের শুরু থেকে মন্থর গতিতে ক্রিকেট খেলেছেন তামিম। যা খুলনার রানের চাকা আরও বেশি বাড়তে দেয়নি। যদিও কেবল তামিম থেকেই যোগ্য সঙ্গ পেয়েছেন আজম খান। তামিমের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে গড়েছিলেন ৯২ রানের জুটি। খুলনার বাকি ব্যাটসম্যানরা তো আসা যাওয়ার মিছিলে ব্যস্ত ছিলেন।

এর মাঝেই ৫৭ বলে চলতি বিপিএলের প্রথম শতক তুলে নেন আজম। এটি আজম খানেরও টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক। শেষ পর্যন্ত ৫৮ বলে ৯ চার ও ৮ শতকে ১০৯ রান করেছিলেন আজম। এই জয়ে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে উঠে এসেছে চট্টগ্রাম। এদিকে খুলনা দুই ম্যাচের দুটিতেই হেরে এখনও পয়েন্টের খাতা খুলতে পারে নি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here