স্পোর্টস ডেস্কঃ সদ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নিজেদের ঘরে তুলেছে ভারত দল। বার্বাডোজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হওয়া ফাইনাল জিতে দ্বিতীয়বারের মতো ট্রফি নিজেদের করে নিয়েছে রোহিত শর্মার দল। শিরোপা জিতে এবার দেশে ফেরার পালা। তবে ক্যারিবিয়ান দ্বীপে আটকে আছে ভারতীয়রা। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ভারত দলের যাত্রা থমকে আছে।
রোববার স্থানীয় সময় রাতে বার্বাডোজের উপর দিয়ে ঘূর্ণিঝড় হ্যারিকেন বেরিল বয়ে যাবে। ঝড়-বৃষ্টির সাথে ঘন্টায় ৮০ মাইল বেগে বাতাস বয়ে যাওয়ার কথা রয়েছে দক্ষিণ সাগর অঞ্চল দিয়ে। যার ফলে স্থানীয় সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে। পুরো এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে। চাটার্ড ফ্লাইটে ভারত দলের বার্বাডোজ ত্যাগ করার কথা থাকলেও, সেই পরিকল্পনা বাদ করতে হয়েছে।
স্থানীয় হিলটন হোটেলে অবস্থান করছে এখন ভারত দল। দলের অনেক সদস্যের সাথেই পরিবারের সদস্যরাও রয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে তাই সবাই আটকা পড়ে আছেন এখানে। আবহাওয়া ঠিক হলেই পুরো দল বার্বাডোস ত্যাগ করবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post