এবারই শেষবারের মতো ডিপিএল খেলবেন আশরাফুল

0
46

স্পোর্টস ডেস্কঃ কিছুদিন আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন মোহাম্মদ আশরাফুল, এবারের ঘরোয়া মৌসুম খেলেই অবসরে যাবেন তিনি। এবার আনুষ্ঠানিকতার পালা শুরু। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর খেলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিচ্ছেন আশরাফুল।

ডিপিএলে এবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে মাঠ মাতাবেন আশরাফুল। যেই দলে কিনা আছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, ইমরুল কায়েস, সৌম্য সরকারের মতো ক্রিকেটাররা। দলবদলে অংশ নিতে শনিবার হাজির হয়েছিলেন মিরপুরের হোম অব ক্রিকেটে। সেখানেই একাধিক গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, এবারের ডিপিএলই ক্যারিয়ারের শেষ তার।

একসময়ের দেশের এই সুপারস্টার এখন ধীরে ধীরে বিদায় নিবেন বাকি সব ফরম্যাট থেকেও। ডিপিএলের পর শেষবারের মতো খেলতে চান এনসিএলে। মোদ্দাকথা এবারের ক্রিকেট মৌসুমই আশরাফুলের খেলোয়াড়ি ক্যারিয়ারের শেষ মৌসুম। এরপর আর ব্যাট-বল হাতে মাঠ মাতাতে দেখা যাবে না দেশের প্রথম ক্রিকেট সুপারস্টারকে!

ফিক্সিংয়ের কালো থাবায়, ক্যারিয়ারের সোনালি সময় হারিয়েছেন আশরাফুল। দারুণ সময় পার করে নিষিদ্ধ হয়েছিলেন। সেখান থেকে ফিরলেও, ক্রিকেট ক্যারিয়ার আর সমৃদ্ধ করতে পারেননি টেস্টের সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান। জাতীয় দলে ডাক পাওয়ার আশায় ছিলেন। তবে পাননি ডাক। ঘরোয়া ক্রিকেটেও সাম্প্রতিক সময়ে ব্যর্থ। বিপিএল-বিসিএলে দল পাননি। এবার অ্যাশ সরে দাঁড়াচ্ছেন ক্রিকেট থেকে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here