স্পোর্টস ডেস্ক:: ইসরায়েল ইস্যুতে ইন্দোনেশিয়া থেকে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ সরিয়ে নেওয়ার পর এবার ইন্দোনেশিয়ার আর্থিক সহায়তা আটকে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটি জানিয়েছে, আপাতত ফিফা কর্তৃক ইন্দোনেশিয়াকে দেওয়া সব ধরণের আর্থিক সহায়তা স্থগিত থাকবে।
ইন্দোনেশিয়া ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজন ছিলো। আয়োজক দেশটি নিজেদের মাঠে ইসরায়েলকে খেলতে দিতে অস্বীকৃতি জানিয়ে ছিলো। এরপর ফিফা ইন্দোনেশিয়াকে আয়োজক তালিকা থেকে বাদ দেয়।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি যুব বিশ্বকাপের আয়োজক হিসেবে বেছে নেয় বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। ইন্দোনেশিয়া ফুটবলের কর্মকর্তারা এর সমালোচনা করে বলেন, মেসিদের খুশি করতেই ফিফা আর্জেন্টিনাকে যুব বিশ্বকাপের আয়োজক করেছে।
এরপরই ফিফা থেকে ইন্দোনেশিয়ার আর্থিক সহায়তা স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করে ফিফা এক বিবৃতিতে বলেন, ‘ইন্দোনেশিয়ান ফুটবল এসোসিয়েশন (পিএসএসআই) এর জন্য ছড়া করা ফুটবল উন্নয়ন তহবিল সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে। পিএসএসআই এর কাছ থেখে ফুটবল উন্নয়ন পরিকল্পনা জানতে চাওয়া হয়েছে। তারা কি কি পরিকল্পনা নিয়ে আগাচ্ছে সেটা জানতে চাওয়া হয়েছে।সেটা জানার পর তহবিল ছাড় দেওয়া যায় কিনা বিবেচনা করে দেখা হবে।”
পিএসএসআই’র সভাপতি এরিক থোহির বলছেন তাদের জন্য এটি একটি শক্ষা হয়ে থাকবে। তিনি বলেন, ‘ইন্দোনেশিয়ার ফুটবলের জন্য এটা একটা শিক্ষা হয়ে থাকবে। ইন্দোনেশিয়া আসলে আরো শাস্তির মুখে পড়তে পারে। বিশেষ করে বিশ্ব ফুটবল থেকে নিষিদ্ধও হতে পারতো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০