এলপিএলে খেলার ছাড়পত্র পাচ্ছেন না তাসকিন

0
78

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ চলমান জিম আফ্রো টি-টেন লিগে বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলছেন। ডানহাতি এই বোলারকে খেলার প্রস্তাব দিয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগের একটি দল ডাম্বুলা অরা। তবে লঙ্কান লিগটিতে খেলা হচ্ছে না তাসকিনের।

বিসিবির একজন কর্মকর্তা বলেন, ‘তাসকিন কিছুটা ইনজুরিপ্রবণ। অন্যদিকে সে আমাদের সেরা পেস বোলার। এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের জন্য ফিট থাকতে হবে তাঁকে। জাতীয় দলের সিরিজ শেষ করে খেলতে গেছে জিম আফ্রো টি-টেন লিগে। ওখান থেকে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেললে লোড বেশি পড়ে যেতে পারে। এসব বিবেচনা করে টিম ম্যানেজমেন্ট তাসকিনকে ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

এদিকে তাসকিনকে আটকে দিলেও পেসার শরিফুল ইসলাম, ব্যাটার তাওহিদ হৃদয়, অলরাউন্ডার সাকিব আল হাসান ঠিকই খেলবেন এলপিএলে। এই সিদ্ধান্ত মূলত জাতীয় দল ম্যানেজমেন্টের। আগামী এশিয়া কাপের আগে টাইগারদের আর কোনো আন্তর্জাতিক সূচি নেই। এর ফাঁকে তাসকিন-শরিফুলকে দেখা যেতে পারে এলপিএলে। লঙ্কা প্রিমিয়ার লিগের এবারের আসর শুরু হবে আগামী ৩০ জুলাই। শেষ হবে ২০ আগস্ট। এসময় বাংলাদেশ জাতীয় দলের কোনো ম্যাচ নেই। তবে এ মাসের শেষের দিকে ২৬-২৮ জন ক্রিকেটার নিয়ে ক্যাম্প শুরু করবে বিসিবি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here