স্পোর্টস ডেস্কঃ হাইব্রিড মডেলের এশিয়া কাপের গ্রুপ পর্বে খেলা হচ্ছে না ওয়ানিন্দু হাসারাঙ্গার। শ্রীলঙ্কার এই অলরাউন্ডার চোটের কারণে গ্রুপ পর্বের ম্যাচগুলো মিস করবেন বলে জানানো হয়েছে। আসর মাঠে গড়ানোর আগে তাঁর চোটের খবর নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।
সম্প্রতি শেষ হওয়া লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে গিয়ে চোটে পড়েন হাসারাঙ্গা। বি-লাভ ক্যান্ডির হয়ে খেলতে গিয়ে পাওয়া চোটে এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলেন ডানহাতি এই ক্রিকেটার। ঘরের মাঠে আগামী ৩১ আগস্ট বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলতে নামবে লঙ্কানরা।
পেশির চোটের কারণে এলপিএল ফাইনালে খেলতে পারেননি হাসারাঙ্গা। লঙ্কা দলের ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচে সম্ভবত এই অলরাউন্ডারকে পাওয়া যাবে না। এতে বেশ বিপদে পড়বে দ্বীপ দেশটি। সম্প্রতি শেষ হওয়া এলপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারি ছিলেন হাসারাঙ্গা।
এদিকে আগেই দুশমন্থ চামিরাকে হারিয়েছে শ্রীলঙ্কা। এই পেস বোলার চোটের কারণে পুরো আসর থেকে ছিটকে গেছেন। ফলে আরেক পেসার নুয়ান থুসারাকে দলে নিয়েছে শ্রীলঙ্কা। ২৮ বছর বয়সী এই পেসার এখন পর্যন্ত মাত্র ৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। শিকার করেছেন মাত্র ২টি উইকেট। ইকোনোমি রেট ৯.৭০।
এশিয়া কাপে শ্রীলঙ্কা দলঃ
দাসুন শানাকা (অধিনায়ক), দানুষ্কা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথা আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, আসেন বান্দারা, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা*, মহেশ থিকসানা, জেফরি ভান্ডার্সে, প্রবীন জয়াবিক্রমা, নুয়ান থুসারা, বিনুরা ফার্নান্দো, চামিকা করুণারত্নে, দিলশান মধুশঙ্কা, মাথিশা পাথিরানা, দীনেশ চান্দিমাল, নুয়ান্দু ফার্নান্দো ও কাসুন রাজিথা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post