স্পোর্টস ডেস্কঃ দুঃস্বপ্নের শুরু, স্বপ্নের শেষ। বাংলাদেশের এশিয়া কাপ মিশনে এই কথাটিই যথার্থ! শ্রীলঙ্কার বিপক্ষে হেরে এশিয়া কাপের গ্রুপ পর্ব শুরু করা টাইগাররা সুপার ফোরে জায়গা করে নেয় আফগানিস্তানকে উড়িয়ে। তবে সুপার ফোর পর্বে নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারে নি লাল সবুজের প্রতিনিধিরা।
পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে হেরে ফাইনালের দৌড় থেকে বাদ পড়ে সাকিব আল হাসানের দল। যদিও শেষটা জয় রাঙায় বাংলাদেশ। শুক্রবার কলম্বোয় ভারতকে ৬ রানে হারায় তারা। সেই জয়ের স্মৃতি নিয়ে শনিবার দেশে ফিরেছেন ক্রিকেটাররা। সকাল সাড়ে ১১টায় কলম্বো থেকে ঢাকায় অবতরণ করেছে এনামুল হক বিজয়-নাঈম শেখদের বহনকারী বিমানটি।
এবারের এশিয়া কাপ থেকে শুন্য হাতে ফেরা বাংলাদেশের ভারত বধ আসন্ন বিশ্বকাপে যাওয়ার আগে অনেকটা স্বস্তির। প্রথম চার ম্যাচে তিনটিতেই হারা সাকিবদের জন্য সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোর আত্মবিশ্বাস সামনে কাজে লাগবে। এদিকে দেশে ফিরে অল্প বিশ্রাম শেষে আবার মাঠে নামতে হবে টাইগারদের। কারণ আগামী সপ্তাহে মাঠে গড়াবে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। যদিও এই সিরিজে একাধিক ক্রিকেটারকে বিশ্রামে রাখা হতে পারে জানা গেছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post