স্পোর্টস ডেস্কঃ তাইওয়ানে চলমান এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট স্টেজ-১’এ স্বর্ণ জিতেছে বাংলাদেশ। রিকার্ভ মিশ্র দ্বৈত ইভেন্টে এই স্বর্ণ এসেছে দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ রুবেলের হাত ধরে। বাংলাদেশ ৫-৩ সেট পয়েন্টে কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণের খেতাব জিতে।
ফাইনালের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম সেটে আসেনি কোনো পয়েন্ট। কাজাখস্তানের ইলায়াসোভা ও আব্দুলিনের কাছে ৩৮-৩৬ স্কোরে ব্যবধানে হেরে যায় বাংলাদেশের দিয়া-হাকিম জুটি। তবে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা। ৩৬-৩৫ স্কোরের ব্যবধানে জিতে আদায় করে নেয় ২ পয়েন্ট।
তৃতীয় সেটে ৩৭-৩৩ ব্যবধানে জিতে নামের পাশে আরও ২ পয়েন্ট যোগ করেন দিয়া ও হাকিম জুটি। চতুর্থ সেটে দুই দলেরই স্কোর সমান ৩৯ হয়। যার ফলে ১-১ করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়। তবে সব মিলিয়ে ৫-৩ সেট পয়েন্টে জিতে স্বর্ণ জয়ের উচ্ছ্বাসে মাতেন বাংলাদেশ দলের দিয়া ও রুবেল।
এর আগে সেমি ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫-১ সেট পয়েন্টে উড়িয়ে দেয় বাংলাদেশ। আর কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে হারায় ৬-২ সেট পয়েন্টের বড় ব্যবধানে। দারুণ পারফম্যান্সের ধারা ফাইনালেও ধরে রেখে স্বর্ণ জিতলো এবার বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post