নিজস্ব প্রতিবেদকঃ গত বছরের জুনে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ লাল বলের ক্রিকেট খেলেন তাসকিন আহমেদ। প্রথম শ্রেণির ক্রিকেটে সেটিই তার সবশেষ ম্যাচ। অবশেষে দীর্ঘ বিরতি দিয়ে পাকিস্তানের মাঠে সাদা পোশাকে প্রত্যাবর্তন হতে চলেছে ডানহাতি এই পেসারের।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দলে ফিরেছেন তাসকিন। তবে সাদা পোশাকে নামার জন্য অপেক্ষা করতে হবে তাকে। পাকিস্তানে প্রথম টেস্ট খেলতে পারবেন না তিনি। ওই সময় তাসকিনকে পাঠানো হবে বাংলাদেশ ‘এ’ দলের চার দিনের ম্যাচে। বর্তমানে মুশফিকুর রহিম-এনামুল হক বিজয়দের নিয়ে গড়া ‘এ’ দল আছে পাকিস্তানে।
সূচি অনুযায়ী– ১৩-১৬ আগষ্ট মাঠে গড়াবে পাকিস্তান ‘এ’ ও বাংলাদেশ ‘এ’ দলের মধ্যকার প্রথম চারদিনের ম্যাচ। দুই ম্যাচই হবে ইসলামাবাদে। এদিকে টেস্ট সিরিজের দুই ম্যাচ খেলতে সোমবার পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ। এদিকে ইসলামাবাদে আগামী ২০ অগাস্ট শুরু হবে ‘এ’ দলের দ্বিতীয় চার দিনের ম্যাচ। ওই ম্যাচেই দেখা যেতে পারে তাসকিনকে।
রাওয়ালপিন্ডিতে ২১ অগাস্ট শুরু হবে জাতীয় দলের প্রথম টেস্ট। পরে করাচিতে ৩০ অগাস্ট থেকে দ্বিতীয় ম্যাচ। বিসিবির বিবৃতিতে গাজী আশরাফ জানিয়েছেন, ‘আমরা এটি মাথায় রেখে দলে পাঁচ পেসার নিয়েছি যে, তাসকিন আহমেদ শুধু দ্বিতীয় টেস্ট খেলবে। গত বছরের জুনের পর সে টেস্টে আর বোলিং করেনি। আমরা তাকে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচের দলে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। যাতে করে সে দীর্ঘ সংস্করণের ম্যাচ খেলার ছন্দ পেতে পারে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০