স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে নিজেদের খেলা প্রথম দুই ম্যাচে জ্বলে উঠতে পারেন নি বাংলাদেশের ওপেনাররা। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের ওপেনিং জুটির স্থায়িত্ব ছিল মাত্র ১৯ রান। ২৭ রানের মধ্যে ফিরেছিলেন দুই ওপেনার—লিটন দাস ও তানজিদ হাসান। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৪ রানে ভাঙে ওপেনিং জুটি। যদিও লিটন গত ম্যাচে অর্ধশতক করে রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন।
বাংলাদেশের অধারাবাহিক ওপেনিং জুটি নিয়ে প্রশ্ন তাই ওঠে প্রতিটি সংবাদ সম্মেলনে। অবশ্য এসব চিন্তা করতে নারাজ আরেক টপ-অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসে জানালেন ওপেনিং নিয়ে চিন্তা-ই বাদ দিয়েছেন তিনি। শান্ত বলেন, ‘আমার মনে হয় ওপোনিং নিয়ে চিন্তাই না করি। মানে এই চিন্তাটাই বাদ দিয়ে দেই।’
শান্ত আরও বলেন, ‘আমার কাছে মনে হয় যে যারাই টপ-অর্ডারে ব্যাটিং করছে, সবাই খুব ভালো মতো প্রিপারেশন নিয়েই আসছে। দুয়েকটা ভালো ইনিংসই তাদের কনফিডেন্স নিয়ে আসবে বলে আমার মনে হয়। কেউই এখানে রিল্যাক্সে নেই বা দলের জন্য চেষ্টা করছে না– এমন নয়। সবাই চেষ্টা করছে, আশা করছি পরবর্তী ম্যাচ থেকে টপ-অর্ডার থেকেও ভালো স্কোর আসবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০