Home ক্রিকেট দেশের ক্রিকেট ওমরাহ করতে গেলেন সাকিব

ওমরাহ করতে গেলেন সাকিব

0

নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ওমরাহ হজ্জ করতে সৌদি আরব গেলেন সাকিব আল হাসান। শুক্রবার রাত ১২টার দিকে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। আগামী ৬ ফেব্রুয়ারি সকালে আবার দেশে ফিরবেন তিনি। দেশে ফেরার পরদিনই মাঠে নামবেন ফরচুন বরিশালের জার্সিতে।

এবারের বিপিএলে শেষ চারের টিকিট নিশ্চিত করে ফেলেছে ফরচুন বরিশাল। যেখানে ১০ ম্যাচে ৭ জয় ও ৩ পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলে এখন তাদের অবস্থান দুই নম্বর স্থানে। বরিশালের পরবর্তী দুই মাচ আগামী ৭ ও ১০ ফেব্রুয়ারি- যথাক্রমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং খুলনা টাইগার্সের বিপক্ষে।

এমন অবস্থাতেই ওমরাহ পালন করতে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি দিয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব। মিরপুরে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ জেতার পর বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি।

রাতের একটি ফ্লাইটে সাকিব ঢাকা ত্যাগ করেন। তাঁর ওমরাহ পালন প্রসঙ্গে বরিশাল দলের মালিক মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘সাকিব হজ পালনের উদ্দেশ্যে গিয়েছে এবং সোমবার ফিরবে। এরপর দলের সঙ্গে যোগ দেবেন।’

চলতি বিপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে সিলেট স্ট্রাইকার্স। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে বরিশাল। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থেকে টেবিলের তিনে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সমান পয়েন্ট নিয়ে টেবিলের চারে রংপুর রাইডার্স।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version