স্পোর্টস ডেস্ক:: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার লক্ষ্য ছিলো বাংলাদেশের। সেই আশা গুড়েবালি। ক্যারিবিয়ান মেয়েদের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশের মেয়েরা। আট উইকেটের বড় ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ থেকেই বিদায় করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা।
সংযুক্ত আরব আমিরাতের শারজাতে আগে ব্যাট করে বাংলাদেশ ১০৩ রান তুলতে পেরেছিলো নির্ধারিত ওভার খেলে। জবাবে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ হেসে খেলেই উড়িয়ে দিয়েছে বাংলাদেশকে। মাত্র দুই উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে। এই হারের ফলে গ্রুপের শেষ ম্যাচ বাংলাদেশের জন্য নিয়ম রক্ষার। ওই ম্যাচে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ক্যারিবিয়ানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানা চাকা খুব একটা সচল রেখে ব্যাট করতে পারেনি। ধীরস্থির ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে আট উইকেটে ১০৩ রান তুলে। দলের পক্ষে ব্যাট হাতে কিছু লড়াই করেন অধিনায়ক নিগার সুলতানা। তার ব্যাট থেকেই আসে ইনিংস সর্বোচ্চ ৩৯ রান।
বাংলাদেশের অধিনায়ক ছাড়া বলার মতো রান করতে পারেননি অন্য কোনো ব্যাটার। এক অঙ্কের কোটা পেরুতে পারেন আরো তিন জন। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন ওপেনার দিলারা আক্তার। ১৬ রান করেন সোবহানা মুস্তারি। ১০ রান আসে রিতু মণির ব্যাট থেকে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে কৃষমা চারটি ও আফি ফ্লেচার দুটি করে উইকেট লাভ করেন।
১০৪ রানের টার্গেটে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজ সাবলীল খেলতে থাকে। বাংলাদেশের বোলাররা খুব একটা চাপ ফেলতে পারেননি। প্রায় অর্ধেকের মতো ওভার হাতে রেখে সহজে জয় তুলে নেয় ক্যারিবিয়ান মেয়েরা। টাইগ্রেস বোলাররা মাত্র দু’টি উইকেট শিকার করতে পারেন।
ক্যারিবিয়ানদের হয়ে ব্যাট হাতে ইনিংস সর্বোচ্চ ৩৪ রান করেছেন অধিনায়ক হেয়ালি ম্যাথিউজ। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেছেন স্টাফনী টেইলর। এছাড়া ২১ রান করেছেন শিমাইন ক্যামবেলি।
বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ও মারুফা আক্তার একটি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০