স্পোর্টস ডেস্ক:: শ্বাসরুদ্ধকর এক ম্যাচ শেষে প্রথম জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। কলকাতা নাইট রাইডার্সকে ৪ উইকেটে হারিয়েছে ডেভিড ওয়ার্নারের দল।
আগে ব্যাট করা কলকাতা নাইট রাইডার্স ১২৭ রান তুলে অলআউট হয়। জবাবে খেলতে নামা দিল্লি ইনিংসের শেষ ওভারে গিয়ে জয় নিশ্চিত করে ছয় উইকেট হারিয়ে।
টানা পাঁচ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে রিকি পন্টিং, সৌরভ গাঙ্গুলীদের দিল্লি ক্যাপিটাল। ওপার বাংলার দল কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েই এবারের আইপিএলে প্রথম জয়ের স্বাদ পেয়েছে দলটি।
১২৮ রানের টার্গেটে খেলতে নামা দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নারের পথেই জয়ের পথে এগিয়ে যায়। শেষ দিকে অক্ষর প্যাটেলের ১৯ রানে শেষ ওভারে গিয়ে চার উইকেটের জয় নিশ্চিত হয় দলটির। অধিনায়ক ডেভিড ওয়ার্নার ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করেন। ৪১ বলের ইনিংস সাজিয়েছেন ১১ বাউন্ডারিতে।
অল্প লক্ষ্য থাকায় ওয়ার্নারের ফিফটির দিনে বড় ইনিংস খেলতে হয়নি অন্য কাউকে। ধীরলয়ে ব্যাটিংয়ে শেষ ওভারে গিয়ে দিল্লি জয়ের স্বাদ নেয়। ২১ রান করেন মানিষ পান্ডে। ২৩ বলের ইনিংসে তিনি দুই চার হাঁকিয়েছেন। ২২ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। ৪ রান করে অপরাজিত থাকেন লালিত।
কলকাতার হয়ে বরুণ চক্রবর্তী, অনুকুল রায় ও নিতিশ রানারা ২টি করে উইকেট লাভ করেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা কলকাতা জেসন রয় ও আন্দ্রে রাসেলের ব্যাটে চড়ে ইনিংসের শেষ ওভারে অলআউট হওয়ার আগে ১২৭ রান তুলে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার জেসন রয়। ৩৯ বলের ইনিংসে পাঁচ চার ও এক ছক্কা হাঁকিয়েছেন ইংলিশ ওপেনার।
আরেক ওপেনার লিটন দাস আইপিএল অভিষেক রাঙাতে পারেননি। ৪ বলের ইনিংসে এক বাউন্ডারিতে ৪ রান করেই ফিরেন সাজঘরে। চার ছয় ও এক চারে ৩১ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল। ১২ রান করেন মানদ্বীপ সিং।
দিল্লির হয়ে ইশান্ত শর্মা, নটরাজ, অক্ষর প্যাটেল ও কুলদ্বীপ যাদব ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post