স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বৃহস্পতিবার রাতে মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। যেখানে ৫ রানে জিতেছে কলকাতা। অথচ ম্যাচজুড়ে সম্ভাবনা ছিল হায়দ্রাবাদের জেতার। ১৭২ রানের লক্ষ্যে খেলতে নামা হায়দ্রাবাদের সামনে উত্থান-পতন শেষে একেবারে শেষ ওভারে ৯ রান প্রয়োজন ছিল দলটির জয়ের।
তবে বরুণ চক্রবর্তীর করা সেই ওভারে মাত্র ৩ রান নিতে পারে হায়দ্রাবাদ। একেবারে শেষের দিকে গিয়েও ম্যাচ জিততে না পারার আক্ষেপে পুড়ছে হায়দ্রাবাদ। দলটির প্রধান কোচ ব্রায়ান লারা নিজেদেরকেই দুষছেন। এই ম্যাচ জয়ের জন্য কলকাতার কৃতিত্বের চেয়ে নিজেদেরকে বেশি দায় দিচ্ছেন তারা।
ম্যাচ শেষে লারা বলেন, ‘এই ম্যাচটি আমাদের জেতা উচিত ছিল। আমাদেরকে সেভাবেই খেলার দরকার ছিল। তারা আসলে আমাদের হারায়নি। আমরাই হেরে গেছি। ম্যাচটি আমাদের হাতেই ছিল, কিন্তু আমরা হেরে গেছি।’
‘তাদের মানসম্পন্ন কয়েকজন স্পিনার আছে। নারাইন, চক্রবর্তীরা বিশ্বমানের স্পিনার। আমরা দারুণ জুটি গড়তে পেরেছিলাম। কয়েকটি ওভারে বেশি রান নিয়ে আমরা ম্যাচে ফিরেছি। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়েছি আমরা। এমন উইকেটে ব্যাটারদেরকেই ম্যাচ জেতাতে হয়, কিন্তু আমরা সেটা পারিনি।’ যোগ করেন এই ক্যারিবিয়ান কিংবদন্তী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা