নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সুসংবাদ। অবশেষে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি। ইতিমধ্যেই নির্ধারিত হয়েছে ম্যাচ শুরুর সময়।
ম্যাচটি শুরু হবে বিকাল ৩ টা ১৫ মিনিটে। নির্ধারিত সময়ের ১ ঘন্টা ১৫ মিনিট পর শুরু হবে খেলা। তবে কাটা পড়েছে ওভার। বৃষ্টিতে বিঘ্ন ঘটায় ম্যাচ হবে ১৯ ওভারের। অর্থাৎ এক ওভার কাঁটা পড়েছে। প্রতি ইনিংসে ১৯ ওভার করে খেলা হবে।
এর আগে দুপুর ২টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। ম্যাচ শুরুর আগে দুপুর দেড়টায় নির্ধারিত সময় অনুষ্ঠিত হয়েছে ম্যাচের টসও। কিন্তু হুট করেই টসের পর ঝড় উঠে। প্রচণ্ড বেগে বাতাস আর অন্ধকার মেঘে ঢেকে যায় আকাশ। দ্রুতই নামে ঝড়ো বৃষ্টি।
তবে সেই ধীরে ধীরে কমে আসে বৃষ্টির প্রকোপ। সাগরিকার আকাশে রোদের দেখা মিলে। রোদ-বৃষ্টির খেলা বললে, ভুল হবে না। পরবর্তীতে উইকেটের কভার তুলে ফেলা হয়। পর্যবেক্ষণ করতে মাঠে আসেন ম্যাচ অফিসিয়ালরা। শেষ পর্যন্ত জানিয়ে দেন ম্যাচ শুরুর সময়।
এই ম্যাচে টস জিতেছেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এই নিয়ে টানা দুই ম্যাচেই টস হারলেন সাকিব। তবে সিরিজে প্রথম ম্যাচ জিতে ১-০’তে এগিয়ে আছে স্বাগতিকরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post