স্পোর্টস ডেস্কঃ কানাডিয়ান মাস্টার্সে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন নোভাক জোকোভিচ। ‘ক্লান্ত’ সার্বিয়ান এই তারকা। আবার কোর্টে নামার আগে আপাতত বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী ৭ অগাস্ট শুরু হয়ে শেষ হবে ১৩ অগাস্ট এই প্রতিযোগিতা।
কানাডিয়ান মাস্টার্সে না খেলা প্রসঙ্গে জোকোভিচ বলেন, ‘আমার দলের সাথে কথা বলার পর মনে হয়েছে এটাই সঠিক সিদ্ধান্ত। আমি টুর্নামেন্ট পরিচালক কার্ল হেলকে ধন্যবাদ জানাতে চাই, তিনি আমার সিদ্ধান্ত বুঝতে পেরেছেন। আমি সত্যিই আশা করি আবারো কানাডায় ফিরতে পারবো। এখানকার সমর্থকরা চমৎকার। কানাডার সময়টা আমি সবসময়ই উপভোগ করেছি।’
গত সপ্তাহে উইম্বলডনের ফাইনালে জোকোভিচ হেরে যান এটিপি র্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় কার্লোস আলকারাজের কাছে। আবার কোর্টে নামার আগে আপাতত বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চলতি বছরের প্রথম দুটি গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন জেতা জোকোভিচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০