স্পোর্টস ডেস্কঃ সাম্প্রতিক সময়েই ঘোষণা এসেছিল স্থায়ীভাবে শ্রীলঙ্কার ওয়ানডে অধিনায়কত্ব পাচ্ছেন কুশল মেন্ডিস। আর টি-টোয়েন্টিতে অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে দাসুন শানাকা। অধিনায়ক পরিবর্তন করে নতুন বছরে শ্রীলঙ্কার প্রথম সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষে।
জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে শ্রীলঙ্কা। আর সেই সিরিজের জন্য ওয়ানডে দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ১৭ সদস্যের দল দিয়েছে উপুল থারাঙ্গার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচক কমিটি।
ইনজুরি কাটিয়ে ফিরেছেন হাসারাঙ্গা, চামিরা, শানাকাসহ বেশ কয়েকজন। দলের সহ-অধিনায়ক করা হয়েছে চারিথ আসালঙ্কাকে। আর অধিনায়ক হিসেবে আছেন কুশল মেন্ডিস।
নতুন বছরে ৬, ৮ ও ১১ জানুয়ারি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। এরপর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ১৪, ১৬ ও ১৮ জানুয়ারি। এই দ্বীপাক্ষিক সিরিজের সবগুলো ম্যাচের ভেন্যুই কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম।
শ্রীলঙ্কার ওয়ানডে দল
কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালঙ্কা (সহ-অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, সাহান আরাচচিগে, নুয়ানিদু ফার্নান্দো, দাসুন শানাকা, জ্যানিথ লিয়ানাগে, মহেশ থিকশানা, দিলশান মধুশঙ্কা, দুশমন্ত চামিরা, দুনিথ ওয়েলালাগে, প্রমোদ মধুশন, জ্যাফরি ভ্যান্ডারসে, আকিলা ধনাঞ্জয়া এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post