স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে গ্যালাতাসারাইয়ের বিপক্ষে ২-১ গোলের জয় পায় বায়ার্ন মিউনিখ। গ্রুপ পর্বে টানা চার ম্যাচে জয় নিয়ে তারা উঠল নকআউট পর্বে। আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচে শুরু থেকে একের পর এক আক্রমণ করেও গোল পাচ্ছিল না বায়ার্ন। হ্যারি কেইন ৮০তম মিনিটে খোলেন ম্যাচের ডেডলক। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণও করেন তিনি।
জোড়া গোলে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া কেইনের প্রশংসায় পঞ্চমুখ হলেন বায়ার্ন মিউনিখ কোচ। এই ইংলিশ ফরোয়ার্ডের জোড়া গোল নিয়ে কোচ টমাস টুখেল জানান, তাঁর কাছে কেইন মানে গোলের নিশ্চয়তা। ম্যাচ শেষে বাভারিয়ানদের কোচ বলেন, ‘আপনি নিশ্চিত ধরেই নিতে পারেন কেইন গোল করবে; কেননা, সে এই কাজটি দশক ধরে করে আসছে। প্রথমবারের মতো ক্লাব বদল করেছে, দেশ বদলেছে (ইংল্যান্ড থেকে জার্মানিতে আসা), সংস্কৃতির বদল হয়েছে; সে যে এত দ্রুত মানিয়ে নিয়েছে এবং দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, এটা খুবই ভালো। সে বড় ব্যক্তিত্বের অধিকারী।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post