স্পোর্টস ডেস্কঃ বার্সেলোনার কোচ হিসেবে থাকছেন জাভি হার্নান্দেজ। কাতালান ক্লাবটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত জানুয়ারিতেই চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে আসলেন সাবেক এই মিডফিল্ডার।
জাভির থেকে যাওয়ার সিদ্ধান্তে বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা বলেছেন, এই ‘ইউটার্নে’ ক্লাব গর্বিত। বৃহস্পতিবার জাভিকে নিয়ে সংবাদ সম্মেলনে আসা লাপোর্তা জানান, জাভি দায়িত্ব নেওয়ার পর বার্সেলোনা গত মৌসুমে জিতেছে স্প্যানিশ সুপার কাপ ও লা লিগা। জাভির থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে কথা বলতে গিয়ে লাপোর্তা বলেন, ‘প্রকল্পটি মূলত এক বছর আগে শুরু হয়েছে। এরই মধ্যে আমরা শিরোপা জিতেছি। একটি স্প্যানিশ সুপার কাপ ও লা লিগা। এটাকে আমি ঐতিহাসিকই বলব। কারণ, এটা কয়েক বছরের খরার পর এসেছে।জাভির মতো একজন মানবিক গুণসম্পন্ন, জ্ঞানী ও বার্সেলোনার প্রতি প্রশ্নাতীত ভালোবাসাসম্পন্ন একজন কোচ পেয়ে আমরা গর্বিত।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post