স্পোর্টস ডেস্ক:: কোপা থেকে বিদায় হয়ে গেলো ব্রাজিল। উরুগুয়ের কাছে হেরে বাড়ি ফিরতে হলো ব্রাজিলিয়ানদের। টাইব্রেকারে উরুগুয়ে ৪-২ ব্যবধানে হারিয়ে দিয়েছে শিরোপা প্রত্যাশীদের।
প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকে ব্রাজিল। পুরো ম্যাচের ৬০ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রখে রেখে ছিলো দলটি। আক্রমণও করে বেশ কয়েকটি। তবুও গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত গোল শুন্য সমতায় ম্যাচ রেখে বিরতিতে যেতে হয়।
দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে উঠে। তবে কাঙ্খিত গোের দেখা পায়নি কেউই। ব্রাজিল বহু চেষ্টা করেও উরুগুয়ের রক্ষণে চিড় ধরাতে পারেনি। ৭৪তম মিনিটে উরুগুয়ে দশ জনের দলে পরিণত হয়। নাহিতান নান্দেজ লাল কার্ড দেখে মাঠের বাইরে গেলে বাকীটা সময় উরুগুয়ে দশ জনের দল নিয়ে খেলে। তবুও ব্রাজিল জিততে পারেনি।
দুর্দান্ত লড়াইয়ে নির্ধারিত সময় পর্যন্ত উরুগুয়ে ব্রাজিলকে আটকে রাখে। অতিরিক্ত সময়েও মিলেনি ফলাফল। ম্যাচ গড়ায় তাই টাইব্রেকারে। ভাগ্যের খেলা টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে সেমিফাইনালে কলম্বির প্রতিপক্ষ হলো উরুগুয়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
 
			 
                                
































Discussion about this post