স্পোর্টস ডেস্কঃ দাপুটে জয়ে ঘরের মাঠে বিশ্বকাপ শুরু করল ভারত। রোববার অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। চেন্নাইয়ে ভারতের জয় ৬ উইকেটে। অজিদের করা ১৯৯ রানের জবাবে ফিফটি হাঁকিয়েছেন বিরাট কোহলি-লোকেশ রাহুল। তাতে বড় জয় দিয়ে আসর শুরু করল রোহিত শর্মার দল।
রান তাড়া করতে নেমে অজি পেসার জস হ্যাজেলউড ও মিশেল স্টার্ক তোপে মাত্র ২ রানে ৩ উইকেট হারিয়ে বসে ভারত। একে একে শূন্য রান করে সাজঘরে ফিরে যান ভারতের রোহিত শর্মা, ইশান কিষাণ ও শ্রেয়াস আয়ার। ধ্বংসস্তূপে পরিণত হওয়া দলকে জেতান বিরাট কোহলি ও পাঁচে নামা কেএল রাহুল।
তবে দলীয় ২০ রানে কোহলি ফিরতেন সাজঘরে, যদি না মিচেল মার্শ ক্যাচ মিস করতেন! এরপর রাহুলের সাথে ১৬৫ রানের জুটি দিয়ে ম্যাচ নাগালে নিয়ে আসেন কোহলি। তবে ক্যাচ মিসকে প্রাধান্য দিচ্ছেন না অস্ট্রেলিয়া কোচ প্যাট কামিন্স। ব্যাটিংয়ে আরও অন্তত ৫০ রান কম হওয়ার আক্ষেপ তাঁর।
ম্যাচ শেষে কামিন্স বলেন, ‘অন্তত ৫০ রান (কম হয়ে গেছে)। ২০০ রানের নিচে যে কোনো স্কোরকে ডিফেন্ড করা কঠিন। তাদের সত্যিই ভালো বোলিং আক্রমণ ছিল এবং তাদের স্পিনাররা আমাদের কাজটা কঠিন করে তুলেছিল। আমি তেমন অখুশি ছিলাম না (একাদশে মাত্র দুজন স্পিনার নিয়ে), আমাদের ২০ ওভারের স্পিন ছিল, কিন্তু বোর্ডে আরও কিছু রান থাকলে পার্থক্য হয়ে যেত।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০