স্পোর্টস ডেস্কঃ অনেক আগেই থেকেই গুঞ্জন চলে আসছিল। এবার পেল আনুষ্ঠানিকতার রূপ। হ্যাভিয়ের ক্যাবরেরাই থাকছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ। এই স্প্যানিশ কোচের সাথে চুক্তির মেয়াদ বাড়িয়ে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
গেল ৩১ ডিসেম্বর শেষ হয়ে ক্যাবরেরার পুরোনো চুক্তির মেয়াদ। তাই নতুন বছরের শুরু থেকে কাগজে-কলমে কেউই কোচ ছিলেন না। তবে এবার থেকে সেটি বলার সুযোগ নেই। জামাল-জিকোদের সাথে কাজ করার জন্য চুক্তির মেয়াদ বাড়িয়ে নেওয়া হয়েছে। নতুন করে ক্যাবরেরার সাথে এক বছর চুক্তি করেছে বাফুফে।
২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের কোচ থাকবেন ক্যাবরেরা। ইতিমধ্যেই দুই পক্ষের মধ্যকার চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তি নিয়ে উভয়পক্ষই খুশি। নতুন বছরের পরিকল্পনা সাজাতে ছক কষছেন এখন তারা।
এই নিয়ে বাফুফে ন্যাশনাল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, ‘ক্যাবরেরা এক বছর ধরে বাংলাদেশ ফুটবলের সঙ্গে কাজ করে যাচ্ছেন। তার সাথে আলোচনা করে আমাদের ন্যাশনাল টিমস কমিটি সিদ্ধান্ত নেয় এক বছর চুক্তি বাড়াতে। তার কাছে আমরা একটা চুক্তিপত্র পাঠিয়েছিলাম। আমাদের উভয়পক্ষের সেই চুক্তিতে সই করা হয়ে গেছে। কোচও বাংলাদেশে চলে এসেছেন।’
নতুন চুক্তি নিয়ে ক্যাবরেরার ভাষ্য, ‘আমি বাংলাদেশের সাথে আরও এক বছরের চুক্তি করেছি। আমি অনেক খুশি, আমার জন্য এটা অনেক আনন্দের। বাফুফেকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা































Discussion about this post