স্পোর্টস ডেস্কঃ ২০২২ সালে মালয়েশিয়া ও ২০২৩ সালে বারমুডার গড়া টানা ১৩ ম্যাচ জয়ের রেকর্ড ভেঙে নতুন বিশ্ব রেকর্ড গড়ল স্পেন। ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড এখন স্প্যানিশদের। রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপ সাব রিজিওনাল ইউরোপিয়ান বাছাইপর্বের ম্যাচে গ্রিসকে ৭ উইকেটে হারিয়েছে স্পেন।
স্প্যানিশদের রেকর্ড গড়ার পথচলা শুরু হয় গত ফেব্রুয়ারিতে। এরপর একের পর এক ম্যাচ জিতেই চলেছে তারা। এই সময়ে সবচেয়ে বেশি পাঁচ ম্যাচ জয় তাদের ক্রোয়েশিয়ার বিপক্ষে। সবশেষ গ্রিসকে উড়িয়ে মাইলফলক স্পর্শ করল তারা। গতকালের ম্যাচে আগে ব্যাট মাত্র ৯৬ রানে থামে গ্রিস। রান তাড়ায় হামজা দার ও মোহাম্মদ ইহসানের ব্যাটে বড় জয় পায় স্প্যানিশরা।
এদিকে টানা জয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়ার পর স্পেনের কোচ কোরে রুটগার্স বলেছেন, ‘আজকের রেকর্ডটি গর্বের। আমরা অবশ্যই রেকর্ডের জন্য খেলি না, কিন্তু দলের জন্য এই অনুভূতিটা বিশেষ কিছু।’ অন্যদিকে টান জয়ের রেকর্ডে টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ১২ ম্যাচ জিতেছে আফগানিস্তান ও ভারত। তাদের মতো ১২ ম্যাচ জেতার কীর্তি আছে রোমানিয়াও। এই তালিকায় বাংলাদেশেরও নাম আছে। টাইগারদের নামের পাশে আছে টানা ৫ জয়ের রেকর্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০