‘ক্রিকেট খেলার যত সুযোগ আসবে, সবই খেলতে চাই’

0
56

স্পোর্টস ডেস্কঃ জন্ম ক্যারিবিয়ান দ্বীপে হলেও, জোর্ফ্রা আর্চারের আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ ইংল্যান্ডের জার্সিতে। দলটির হয়ে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ খেলতে নেমে জিতেছেন শিরোপাও। তবে এরপর চোটের কারণে ছিটকে যান আর্চার। দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, অ্যাশেজ সিরিজসহ অনেক কিছুই মিস করেন কনুইয়ের চোটের কারণে।

তবে আবারও মাঠে ফিরেছেন এই তারকা পেসার। আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, পাশাপাশি খেলছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও। সাম্প্রতিক সময়ে ক্রিকেটে ব্যস্ততা বেড়েছে। বেড়েছে ইনজুরি প্রবণতাও। সবাই তাই বেছে বেছে পছন্দের ফরম্যাট খেলতে আগ্রহী।

তবে আর্চার এমন কোনো চিন্তা-ভাবনা করছেন না। কোনো ফরম্যাটই বাদ দিতে চান না এই গতি তারকা। তিন ফরম্যাটেই খেলে যেতে চান তিনি। তবে সবকিছুই শরীরের ওপর ছেড়ে দিয়েছেন আর্চার। জানিয়েছেন, শরীর যত দিন চায় সব ফরম্যাটেই খেলা চালিয়ে যাবেন তিনি। বর্তমানে লাল বলের ক্রিকেটের প্রতি আগ্রহ তার।

আর্চার বলেন, ‘আমি এখন যত পারি লাল বলের ক্রিকেট খেলতে চাই। আমি এখনও ভাবিনি কোনো ফরম্যাটে ছেড়ে দেওয়ার ব্যাপারে। এই বছর খেলে দেখি, এরপর দেখা যাক শরীর কতটুকু সায় দেয়। কিন্তু তিন ফরম্যাটের কোনোটিই ছাড়তে চাই না, আমার তেমন কোনো পরিকল্পনা নেই। আমার যত ক্রিকেট খেলার সুযোগ আসবে, সবই খেলতে চাই।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here