নিজস্ব প্রতিবেদক:: সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি চারটি উপ-কমিটি গঠন করেছে। ক্রিকেটাগঙ্গণে সচলে জেলা ক্রীড়া সংস্থা জেলা ক্রিকেট কমিটি, ১ম বিভাগ লিগ কমিটি, দ্বিতীয় বিভাগ লিগ কমিটি ও স্কুল ক্রিকেট কমিটি গঠণ করেছে।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য এমরান আহমদ চৌধুরী জেলা ক্রিকেট কমিটির সভাপতির দায়িত্বে থাকছেন। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন সাদাত হোসেন, সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী অনী, সহ-সম্পদাক হয়েছেন মঈন হায়দার। জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব নুর হোসেন কমিটিতে আছেন সদস্য হিসেবে। এছাড়াও সদস্য হিসেবে আছেন কবির আহমদ, ইউসুফ কবির তুহিন , পাপলু দত্ত, খন্দকার রাজিন সালেহ আলম, বিসিবির কাউন্সিলর সৈয়দ ফজলে এলাহী অভী, ইমরান আজাদ, মহিলা প্রতিনিধি আলেয়া ফেরদৌসী তুলি, চ্যাম্পিয়ন ও রানার্সআপ ক্লাবের প্রতিনিধি।
প্রথম বিভাগ লিগ কমিটির সভাপতি হয়েছেন আব্দুর রকিব, সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, সম্পাদক কবির আহমদ, সহ-সম্পাদক এটিএম ইকরাম, জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব নুর হোসেন কমিটিতে আছেন সদস্য হিসেবে। এছাড়াও সদস্য হিসেবে আছেন নিজাম আলাদীন, পিন্টু কুমার বৈদ্য, নাজিম উদ্দিন সাহান, আজিমুল করিম চৌধুরী ইভান, পলাশ কর ও লিগের ১০টি ক্লাবের প্রতিনিধিরা।
দ্বিতীয় বিভাগ লিগ কমিটির সভাপতি হয়েছেন ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সহ-সভাপতি আলীমুস সাদাত চৌধুরী, সম্পাদক ইউসুফ কবির তুহিন, সহ-সম্পাদক সালেহ আহমদ শাহিন, জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব নুর হোসেন কমিটিতে আছেন সদস্য হিসেবে। এছাড়াও সদস্য হিসেবে আছেন এ এস এম শাকিল, আবু ফজল মোহাম্মদ ইয়াহইয়া, তানভীর আলম রনি, ওমর মাহবুব, মহিলা প্রতিনিধি সেলিনা আক্তার চৌধুরী ও দ্বিতীয় বিভাগ লিগের ১০ ক্লাবের প্রতিনিধি।
স্কুল ক্রিকেট কমিটির আহ্বায়ক দীপাল কুমার সিংহ, সদস্য হিসেবে আছেন ফজলুর কবির মারজান, আহমেদ সাদিকুর রহমান তাজিন, তানভীর রহমান ও মৌওলা উজ জামান হাদী।
জানতে চাইলে বিসিবির সিলেট জেলার কাউন্সিলর ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য, সাবেক ক্রিকেটার সৈয়দ ফজলে এলাহী অভী সাংবাদিকদের বলেন, জেলার ক্রিকেট উন্নয়নে কাজ করবে ক্রিকেট কমিটি। লিগ কমিটিগুলো সুষ্টু ভাবে লিগ আয়োজনে কাজ করবে। বিসিবির পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা থাকবে। আমরা চাই সবাই মিলে আমাদের ক্রিকেটকে এগিয়ে নিতে। হারিয়ে যাওয়া জৌলস ফিরিয়ে আনতে। ‘
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































