স্পোর্টস ডেস্ক:: পর্তুগিজ ফুটবল রাজা ক্রিস্টিয়ানো রোনালদোর হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সিআর সেভেনের মালিকানাধীন মরক্কোয় হোটেলে আগুন লাগে। তবে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর মারাকেশে অবস্থিত এই তারকা ফুটবলারের হোটেলটি। বিলাসবহুল হোটেলটির নাম পেস্টানা সিআরসেভেন মারাকেশ।
স্থানীয় সংবাদ মাধ্যম ‘মরক্কো ওয়ার্ড নিউজ’ তাদের এক প্রতিবেদনে রোনালদোর হোটেলে অগ্নিকাণ্ডের খবর দেয়। তারা জানায়, হোটেলের রেসপন্স টিম ও জরুরি সেবা দল দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। যার কারণে আগুন ব্যাপক ভাবে ছড়াতে পারেনি। বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
হোটেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে কেউ হতাহত না হওয়ার বিষ্টি নিশ্চিত করে জানিয়েছে, আগুনে কেউ আহত হননি। জিনিসপত্র সরিয়ে নেওয়ারও প্রয়োজন হয়নি। সকল নিরাপত্তা ব্যবস্থা সঠিকভাবে কার্যকর করা হয়েছে। যার ফলে অতিথি ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা গেছে।
অগ্নিকাণ্ডের পর হোটেলটি চালু অবস্থায় আছে এবং স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছে। ২০১৯ সালে চালু হয় পেস্টানা সিআরসেভেন মারাকেশ নামের বিলাসবহুল হোটেলটি। পর্তুগিজ সুপার স্টারেরসাথে যৌথভাবে এটা প্রতিষ্ঠা করেছে পেস্টানা হোটেল গ্রুপ। হোটেলটি আধুনিক ডিজাইন ও মরোক্কান সংস্কৃতির সংমিশ্রণে তৈরি। এতে রয়েছে বেশ প্রশস্ত কক্ষ, একটি ছাদ টেরেস, একটি ফিটনেস সেন্টার ও একটি সুইমিং পুল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
			
                                































