স্পোর্টস ডেস্ক:: ক্ষমতার পালা বদল হয়েছে। শেখ হাসিনার আওয়ামীলীগ সরকারকে ক্ষমতা থেকে নামিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। নির্দলীয় অন্তবর্তীকালীন সরকার গঠণ করা হয়েছে। এই সরকারের উপদেষ্ঠা আসিফ মাহমুদ পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব।
ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্ঠার কাছে দেশের সকল জেলা ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে দিয়ে যোগ্য লোক দিয়ে নতুন করে কমিটি গঠনকের আহ্বান জানিয়েছেন জাতীয় দলের পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই আহ্বান জানান ফেনীর পেসার।
কুমিল্লার সন্তান আসিফ মাহমুদ। সাইফুদ্দীন ফেনীর। সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টেও সেটিও উল্লেক করেছেন জাতীয় দলের এই পেসার। আপাতত বিসিবি থেকে ছুটি নেওয়া পেসার সব ক্রীড়া সংস্থায় যোগ্য লোকদের বসানোর দাবি জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইফুদ্দিন লিখেন, ‘ অভিনন্দন আসিফ মাহমুদ ভাই । আপনি যেহেতু কুমিল্লার সন্তান আমি পার্শ্ববর্তী জেলার ফেনীর ছেলে হিসেবে আপনার প্রতি অনুরোধ থাকবে সারা বাংলাদেশের সমস্ত জেলা ক্রীড়া সংস্থার অযোগ্য লোকদের বিদায় করে, যারা সত্যি কারের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক, দেশকে ভালোবেসে এবং দেশের ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করতে চায় এমন লোকদের জায়গা করে দিন। দুর্নীতমুক্ত ক্রীড়াঙ্গন এবং সমাজ চাই আমরা | ডক্টর ইউনূস স্যার একটা কথা বলেছিল গত পরশুদিন সম্ভবত পুরানদের দিয়ে আর কিছু হবে না কারণ তাদের চিন্তা ভাবনা পুরোনো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০