স্পোর্টস ডেস্ক:: পিএসজি ছাড়তে ৪০ কোটি ডলারের প্রস্তাব পেয়েছেন লিওনেল মেসি। এই প্রস্তাবে রাজি হয়ে গেলে ক্রীড়া বিশ্বে তিনিই হবেন ইতিহাসের সর্বোচ্চ দামি ক্রীড়াবিদ। বার্সেলোনা ছেড়ে ২০২১ সালে পিএসজিতে যোগ দেন আর্জেন্টাইন অধিনায়ক।
ফরাসি জায়ান্টদের সঙ্গে দুই বছরের চুক্তি শেষ পর্যায়ে। লিওনেল মেসি এখনো নতুন চুক্তি স্বাক্ষর করেননি। বেতন নিয়ে বনিবনা হচ্ছে না ক্লাবের সঙ্গে। তাই ক্লাব বদলও করতে পারেন তিনি।
মেসি যদি পিএসজি ছাড়তে চান, তবে সবচেয়ে লোভনীয় অফার অপেক্ষা করছে সৌদী প্রো লিগে। সৌদীর ক্লাব আল হিলাল ৪০ কোটি ডলারের প্রস্তাব দিয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ককে। লোভনীয়, অকল্পনীয় এই প্রস্তাবে তিনি রাজি হলে বর্তমান বেতনের চেয়ে কয়েকগুণ বেশি বেতন পাবেন।
ক্রীড়া বিশ্বে সর্বোচ্চ দামি ক্রীড়িবাদের স্থানটিও নিবেনে মেসি। তবে তিনি রাজি হন কিনা, সৌদীতে যাবেন কিনা সেটিই বড় প্রশ্ন। ক্যারিয়ারের পড়ন্ত বেলা ইউরোপের কাটাতে চান সর্বাধিক ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।
সৌদীর প্রো লিগে খেলনে ক্রিস্টিয়ানো রোনালদো। দেশটির ক্লাব আল নসর ২০ কোটি ডলার পারিশ্রমিকে দলে ভিড়িয়েছে পর্তুগিজ সুপার স্টারকে। এখন পর্যন্ত তিনিই সর্বোচ্চ দামি ক্রীড়াবিদ। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদীতে ভালো সময় কাটাচ্ছেন সিআর সেভেন।
রোনালদোর সঙ্গে প্রো লিগে মেসিকে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। বিশ্বজয়ী অধিনায়ককে পেতে কোটি কোটি ডলার নিয়ে বসে আছে আল হিলাল। মেসি জানিয়েছেন, পিএসজিতে রাখতে হলে তার বেতন বাড়াতে হবে। মেসির বাবা এবং এজেন্ট হোর্হে মেসি ক্লাবের সঙ্গে দেনদরবার করছেন। তার মতে, ছেলে মেসি এখন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে তার গুরুত্বপূর্ণ অবদান ছিলো। ফলে তার বেতন বাড়াটা এখন স্বাভাবিক।
হাের্হে মেসি তাই পিএসজিকে শর্ত দিয়েছেন, লিওনেল মেসিকে রাখতে হলে বাড়াতে হবে বেতন। তবে ক্লাব বেতন বাড়াতে রাজি হচ্ছে না। তাদের দাবি, তিনি যদি থাকতে চান, তাহলে বর্তমান বেতনেই থাকতে হবে। যার কারণে নতুন চুক্তি স্বাক্ষর হচ্ছে না। পিএসজি জানিয়ে ছিলো, বিশ্বকাপের পরপরই চুক্তি নবায়ন হবে। বেতন নিয়ে বনিবনা না হওয়ায় সেই চুক্তি এখনো নবায়ন হয়নি।
বেতন নিয়ে দুই পক্ষের দেন দরবারের বিষয়টি জানিয়ে ফরাসি গণমাধ্যম লা পেরিসিয়েন বলছে, গতকাল মেসির বাবা এবং এজেন্ট হোর্হে মেসি পিএসজিকে জানিয়েছেন, ২০০২ বিশ্বকাপ জয়ের ব্যাপারটি নতুন চুক্তির সময় মাথা নেওয়া উচিত। বিশ্বকাপ জেতা অধিনায়কের বেতন তাই বাড়াতে হবে।
লা পেরিসিয়েন জানিয়েছে, পিএসজি বেতন বাড়াতে রাজি নয়। তারা জানিয়েছে, আগের বেতনেই খেলতে হবে মেসিকে। এই কারণেই দুই পক্ষের মধ্যে নতুন চুক্তি নবায়ন হচ্ছে না।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post