নিজস্ব প্রতিবেদকঃ জয় দিয়ে সিলেট পর্বের বিপিএল শেষ করল স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ৩১ রানে জিতল সিলেট। ঘরের মাঠে আগে ব্যাট করে ১৯২ রান করে স্বাগতিকরা। রান তাড়ায় ১৬১ রানে থামে তামিম ইকবাল-ইয়াসির আলীদের খুলনা।
জবাব দিতে নেমে খুলনার দুই ওপেনার দ্রুত ফিরে যান। অভিজ্ঞ তামিম ইকবাল ১২ ও আন্দ্রে বালবার্নি ৭ রান করেন। তিনে নামা শেই হোপ ২২ বলে ৩৩ রান করেন। মাহমুদুল হাসান জইয়ের ব্যাট থেকে আসে ২০ রান।পাকিস্তানি উইকেটকিপার ব্যাটার আজম খান ১৭ বলে ৩৩ রান করেন। সিলেটের পেসার রুবেল হোসেন নিয়েছেন ৪ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির ও রেজাউর রহমান রাজা।
এর আগে ব্যাট করে স্বাগতিক সিলেট পায় ১৯২ রানের পুঁজি। ফিফটি করেন ওপেনার তৌহিদ হৃদয়। ফিফটি হাঁকিয়েছেন জাকির হাসানও। শেষদিকে ঝড়ো ব্যাটিং করেন রায়ান বার্ল ও থিসারা পেরেরা। ওপেনার নাজমুল শান্তকে শুরুতে সাজঘরে ফেরায় খুলনা। শান্ত ৬ রান করে ফিরে যান। এরপর হৃদয় ও জাকির ১১৪ রানের দুর্দান্ত জুটি গড়েন। হৃদয় ১৬তম ওভারে ৭৪ রান করে ফিরলে ওই জুটি ভাঙে। তিনি ৪৯ বলে নয়টি চারের শটে ঝকঝকে ওই ইনিংস খেলেন।
পরের ওভারে ফিরে যান জাকির। তিনি ৩৮ বলে ৫৩ রান করেন। চারটি ছক্কা ও দুটি চার মারেন তিনি। পরে রায়ান বার্ল ১১ বলে হার না মানা ২১ এবং থিসারা পেরেরা ৭ বলে ১৭ রানের ইনিংস খেলায় ভালো বড় সংগ্রহ পায় এখন পর্যন্ত ৯ ম্যাচে সাত জয় পাওয়া সিলেট। খুলনার হয়ে ২ উইকেট নেন মার্ক ডেয়াল।
এই হারে খুলনা আট ম্যাচে মাত্র দুই জয়ে চার পয়েন্ট তুলেছে। সমান ম্যাচ খেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স পাঁচটি করে জয়ে যথাক্রমে তিনে ও চারে আছে। খুলনার তাই গ্রুপ পর্বে বিদায় একপ্রকার নিশ্চিত হয়ে গেছে। অন্যদিকে সিলেট ১০ ম্যাচে ৮ জয় নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে। আসরে সবার আগে মাশরাফীদের নিশ্চিত হয়ে গেছে প্লে-অফ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post