মাশরাফীর জন্য ভালোবাসা

0
79

আশিক উদ্দিনঃ ঘরের মাঠের বিপিএল জয় দিয়ে শেষ করল স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। খুলনা টাইগার্সকে উড়িয়ে প্রতিযোগিতার প্লে-অফ নিশ্চিত করল মাশরাফী বিন মোর্ত্তজার দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট-খুলনা ম্যাচে সোমবার ২২ হাজার ধারণক্ষমতা সম্পন্ন গ্যালারিতে তিল ধারণের জায়গা ছিল না।

স্টেডিয়ামের প্রতিটি গ্যালারি দর্শকে টইটুম্বুর। অনেক দর্শক গ্যালারিতে আসন না পেয়ে দাঁড়িয়ে খেলা দেখেছেন। পুরো স্টেডিয়ামে ছিল গোলাপী উৎসব। খেলা শেষে গ্যালারি ভর্তি দর্শকের উদ্দেশ্যে ‘ল্যাপ অব অনার’ দিয়েছেন সিলেটের ক্রিকেটাররা। তবে সেখানে ছিলেন না অধিনায়ক মাশরাফী। খুলনার ইনিংসের সময় কুঁচকির চোট নিয়ে মাঠ ছাড়েন। এরপর আর মাঠে ফেরেননি। ম্যাচ শেষেও বের হননি ড্রেসিংরুম থেকে। তার পরিবর্তে মাঠ পরিচালনা করেছিলেন মুশফিকুর রহিম।

মাশরাফী ম্যাচ চলাকালীন অবস্থায় ড্রেসিংরুমে ফিরে যাওয়ার পর আর মাঠে ফেরেন নি। তবে তাঁর আর সিলেটের ভক্তরা ম্যাচের শেষ অবধি গ্যালারিতে ছিলেন। স্টেডিয়ামের বেশিভাগ দর্শক আসন যখন খালি হয়ে যায়, অনেকে বাড়ি ফেরায় ব্যস্ত তখন তিনজন মাশরাফী ভক্ত ভিআইপি গ্যালারিতে দাঁড়িয়ে ‘মাশরাফী, মাশরাফী’ বলে চিৎকার করছিলেন। তাদের গায়ে গোলাপী রঙের আল্পনা আঁকা। বুকে লেখা ‘সিলেট স্ট্রাইকার্স’! মাঘের এই শীতের রাতে শুধুমাত্র সিলেট ফ্র্যাঞ্জাইজির আল্পনা গায়ে সেই ভক্তরা পুরো ম্যাচ দেখেছেন।

‘মাঘ’ হাড়কাঁপানো শীতের মাস। তবে সিলেট স্টেডিয়ামে সেই মাশরাফী ভক্তদের ছুঁতে পারে নি তীব্র শীত। তারা শুধুমাত্র সিলেট অধিনায়কের জন্য সমর্থন করছেন স্ট্রাইকার্সকে। জানিয়েছেন সন্ধ্যা থেকেই তারা মাশরাফীদের অকুণ্ঠ সমর্থন দিতেই নিজেদেরকে এই রূপে সাজিয়ে হাজির হয়েছেন গ্যালারীতে। শীপের প্রকোপ রাত বাড়ার সাথে সাথে বৃদ্ধি পায়। কিন্তু মাশরাফী ভক্তরা শীত উপেক্ষা করেই সমর্থন দিয়ে গেছেন পুরোটা সময়। এমনকি ম্যাচ শেষেও গ্যালারিতে বসে কখনো ‘মাশরাফী, মাশরাফী’; আবার কখনো ‘সিলেট, সিলেট’ বলে উল্লাস করেছেন।

এই প্রতিবেদকের সাথে আলাপকালে আল্পনা আঁকা গায়ের সেই ভক্তরা জানান, ‘মাশরাফী ভাই অনেক ইনজুরি নিয়ে খেলেন। আমরা উনাকে উৎসাহিত করতেই এভাবে মাঠে এসেছি। ভাইয়ের (মাশরাফী) জন্য তিন-চার ঘণ্টা শীত হজম করতে পারব। দরকার হলে আরো কষ্ট করব। আমরা মাশরাফী ভাইয়ের সাথে একটি ছবি তুলতে চাই।’

ভালোবাসার মধ্যে একটু পাগলামি থাকতেই পারে। তাই বলে ভর শীতের মৌসুমে এভাবে খালি গায়ে গ্যালারিতে বসে থাকা! এরই নাম হয়ত ভালোবাসা। না চলচ্চিত্র ‘নিঃস্বার্থ ভালোবাসা’ না! এই উচ্ছ্বাস, উদযাপন মাশরাফীর প্রতি ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসা। সাবেক বাংলাদেশ অধিনায়কের ভালোবাসায় এই ভক্তরা ছুটে এসেছেন মাঠে। তবে এর জন্য মাশরাফী কোন প্রতিদান দেননি। দিয়েছেন বুকভরা ভালোবাসা। আর এজন্যই সবার সেরা মাশরাফী।

খুলনার বিপক্ষে জয়ের পর ড্রেসিংরুম থেকে মাশরাফী দিলেন ইশারা! এরপর মাঠে ঘটলো দারুণ কিছু। সিলেটের মাঠে এরকম ‘ল্যাপ অব অনার’ নতুনই বলা চলে। মুশফিক-জাকিররা মাঠের চারদিকে প্রদক্ষিণ করলেন। করতালির মাধ্যমে সমর্থকদের জানালেন কৃতজ্ঞতা। ম্যাচ শেষে দর্শকদের মুশফিক জানিয়েছেন, ‘আপনাদের ভালোবাসা পেয়ে খুব ভালো লাগছে। দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে চ্যাম্পিয়ন করতে পারি।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here