স্পোর্টস ডেস্ক:: ক্লাব ফুটবলতো বটেই, এবার আন্তর্জাতিক ফুটবলে নজর কাড়ছেন স্পেনের কিশোর ফুটবলার লামিন ইয়ামাল। মাত্র ১৬ বছর বয়সেই সব পর্যায়ের ফুটবল খেলে ফেলেছেন। ইউরোর মতো আসরে খেলছেন জাতীয় দলের হয়ে।
স্পেনের হয়ে ইউরো খেলতে ব্যস্ত থাকার সময়ই স্কুল থেকে খবর এলো লামিন ইয়ামাল ক্লাসের পরীক্ষায় পাস করেছেন। স্পেনের ইএসও পরীক্ষার চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন তিনি। কিছু দিন আগেই দিয়েছেন ক্লাসের পরীক্ষা। স্পেনের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী ইএসও হচ্ছে পড়ালেখার চতুর্থ ধাপ। ১২ বছর থেকে ১৬ বছর বয়সী স্পেনের সব শিশু-কিশোরের জন্য এই ধাপে পড়ালেখা করা বাধ্যতা মূলক।
স্প্যানিশ দৈনিক কাদেনা কোপ জানিয়েছেন, ফুটবলের পাশাপাশি বাধ্যতামূলক পড়ালেখাও করতে হচ্ছে এই তরুণকে। ইউরোর মাঝপথেই তিনি পেয়েছেন ক্লাস পরীক্ষা পাসের খবর।
ফলাফল প্রকাশের পর উচ্ছ্বসিত ইয়ামাল হাসিঠাট্টা করেই বলেছিলেন, ‘আমি মনে করি তাদের আমাকে অনলাইনে দেখেই গ্রেড দেওয়া উচিত, কারণ ইউরো কাপে আমরা কতদূর যাচ্ছি সেটা এখনো জানি না। আশা করছি ফাইনাল খেলবো। আমরা যদি ফাইনাল খেলি, তাহলে আর আমি ক্লাসে যাবো না। আশা করছি শিক্ষকরা আমাকে সমর্থন দেবেন এবং খুশি হয়ে পাস করিয়ে দেবেন।’
ইউরোর মাঝে কীভাবে পড়েছেন, সেই প্রসঙ্গে ইয়ামাল বলেন, ‘আমি নিজ থেকেই পড়ালেখা করেছি। কিন্তু তারা (সতীর্থরা) মজা করে বলতো-যাও পড়তে বসো। আমাদের অনেক অবসর সময় থাকে। যখন আমার রুমে কোনো কাজ থাকতো না, আইপ্যাডটা হাতে নিতাম এবং কিছু হোমওয়ার্ক করতাম।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post